সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নজর পঞ্চায়েত ভোটে, ফ্লেক্স-হোর্ডিং টা’ঙি’য়ে রাস্তা বানানোর প্র’চা’র করার নি’র্দে’শ নবান্নের

তথ্য ও ছবি: সংবাদ প্রতিদিন

পঞ্চায়েত ভোটের আগেই , রাজ্য সরকার উন্নয়নের লক্ষে জোর দিল পিছিয়ে পড়া গ্রামীণ এলাকাগুলিতে ।নবান্ন সুত্রে জানা গেছে ,প্রায় সাড়ে ১০ হাজার কিলোমিটার রাস্তা তৈরিতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পরের মাসের ১৮তারিখ থেকেই শুরু হতে চলেছে রাস্তা নির্মাণের কাজ।

অতি দ্রুত কাজ শেষ করারও নির্দেশ দিয়েছে নবান্ন। এর পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে , মাইকিং করে বার্তা প্রচারের কথাও বলা হয়েছে ।নবান্নের তরফ থেকে পঞ্চায়েত দফতরকে বলা হয়েছে পৃথক অ্যাপ ও পোর্টাল তৈরির কথা।

রাস্তা তৈরির ‘স্ট্যান্ডার্ড ওপারেটিং প্রসিডিওর’ মানার নির্দেশ দেওয়া হয়েছে সকল জেলাশাসকদের। রাস্তা তৈরির প্রাক্কালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো খবর: বাজারে ছে’য়ে গেছে নকল আলু! স্বাদেও বি’স্তর ফা’রা’ক, বি’পা’কে সাধারণ মানুষ

এছাড়া রাজ্য সরকারের টাকতেই যে তৈরি হচ্ছে গ্রামের রাস্তা,হোডিং ও ফ্লেক্সের মাধ্যমে তা প্রচারের দায়িত্ব এসেছে জেলাশাসকদের কাঁধে।জোর দেওয়া হয়েছে মাইকিং এর উপরেও।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণের গাইড লাইনে লোগো সহ প্রচার করা হয়।

একইভাবে রাজ্য সরকারের টাকায় রাস্তাগুলি তৈরি হচ্ছে বলে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।’রাজ‌্য সরকার নিজের টাকায় এই রাস্তা তৈরি হয়েছে।’-এলাকার মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার। অনেকে মনে করছেন নিজেদের ভোট ব্যাঙ্ক আরও বাড়াতেই সরকারের এই উদ্যোগ।