সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“৫০০ টাকা ভিক্ষা চাই না, চাকরি চাই”, লক্ষ্মীর ভান্ডার ভে’ঙে অভিনব প্র’তি’বা’দ চাকরিপ্রার্থীর মায়ের

রাজ্যের কোটি কোটি গৃহবধূর হাতে হাত খরচ হিসেবে মাসে কিছু টাকা লক্ষ্মীর ভান্ডার বাবদ তুলে দিচ্ছে রাজ্য সরকার। তবে টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের মায়েরা এই লক্ষ্মীর ভান্ডারের অর্থ চান না। তাদের দাবি ছেলে মেয়েদের চাকরি! এই মর্মে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকায়। চাকরির দাবিতে লক্ষীর ভান্ডার আছড়ে ভেঙে ফেললেন একজন টেট উত্তীর্ণ প্রার্থীর মা।

রাজ্যের কোটি কোটি গৃহবধূর হাতে হাত খরচ হিসেবে মাসে কিছু টাকা লক্ষ্মীর ভান্ডার বাবদ তুলে দিচ্ছে রাজ্য সরকার। তবে টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের মায়েরা এই লক্ষ্মীর ভান্ডারের অর্থ চান না। তাদের দাবি ছেলে মেয়েদের চাকরি! এই মর্মে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকায়। চাকরির দাবিতে লক্ষীর ভান্ডার আছড়ে ভেঙে ফেললেন একজন টেট উত্তীর্ণ প্রার্থীর মা।

চাকরির চেয়ে এর আগেও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বার আন্দোলন এবং বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তবে এইবার 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের পাশে এসে দাঁড়ালেন তাদের বাবা-মা। নিয়োগের দাবিতে বর্ধমানে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীদের বাবা-মায়েরা।

তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী কাজের কাজ হয়নি। আট বছর পেরিয়ে গিয়েছে। তবুও নিয়োগপত্র মেলেনি। এই মর্মে এবার এক চাকরিপ্রার্থীর মা দেখাতে গিয়ে টাকা জমানো লক্ষ্মীর ভান্ডার আছড়ে ভেঙে ফেলেন রাস্তাতে। তার দাবি লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা নিয়ে কি হবে? পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ছেলে মেয়েরা চাকরি না পেয়ে হতাশায় ভুগছে।

আরো পড়ুন: সুরাটে বা’না’নো হ’চ্ছে দেশের প্রথম বুলেট ট্রেনের স্টেশন, এই প্রথম ছবি প্র’কা’শ করা হলো

বারবার ঘোষণা হচ্ছে তবু নিয়োগ হচ্ছে না। মা হিসেবে ছেলেমেয়েদের এত কষ্ট করে মানুষ করা কি তাহলে এই 500 টাকার জন্য? যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তাদের রোজগারের ব্যবস্থা না হলে ভাতা নিষ্প্রয়োজন বলে দাবি করছেন বিক্ষোভ প্রদর্শনকারীরা।

আরো পড়ুন: বিজেপি নেতা হিসেবে মুকুল রায়কে গ্রে’ফ’তা’র করা উচিত ED ও CBI-র: কুনাল ঘোষ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কাছে ‘চাকরি না হয় মৃত্যু’র দাবিতে সরব হয়েছেন তারা। চাকরিপ্রার্থীদের দাবি তারা এতদিন আশায় আশায় জীবন্ত লাশের মত বেঁচে আছেন! জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা।