সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট টিমের ১২ মাসের সূ’চি প্র’কা’শ্যে, নতুন বছরে কয়টা ম্যা’চ খেলবে টিম ইন্ডিয়া?

শুরু হয়ে গিয়েছে নতুন বছর আর এর মধ্যেই টিম ইন্ডিয়ার তরফে নির্ধারিত ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা এক কথায় কোনো বিশ্রাম পাবেন না। শুধুমাত্র জানুয়ারিতেই ১১ টি ম্যাচ রয়েছে ক্রিকেটারদের। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ক্রিকেটারদের ক্রীড়া সূচি কি কি রয়েছে এক নজরে দেখে নিন। ২০২৩ সালের প্রথম মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি মুম্বইতে। শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি পুনেতে। শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ৭ই জানুয়ারির রাজকোটে অনুষ্ঠিত হবে।

শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ই জানুয়ারি আসামের গৌহাটিতে। দ্বিতীয় ওয়ানডে ১২ ই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে শ্রীলংকার বিরুদ্ধে। তৃতীয় ওয়ানডে ১৫ই জানুয়ারি শ্রীলংকার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ই জানুয়ারি হায়দ্রাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ একুশে জানুয়ারি ছত্রিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাঁচিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ শে জানুয়ারি লখনৌতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতেও রয়েছে ঠাসা কর্মসূচি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ১ লা ফেব্রুয়ারি আমেদাবাদে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্ট ৯ থেকে ১৩ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নাগপুরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সতেরো থেকে একুশে ফেব্রুয়ারি ধর্মশালা অনুষ্ঠিত হবে। মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১-৫ ই মার্চ।

আরো খবর: কাশ্মীরে এবার পুরুষ CRPF জওয়ানদের স’ঙ্গে কাঁ’ধে কাঁ’ধ মি’লি’য়ে অভিযানে যাবেন মহিলা জওয়ানরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ৯ থেকে ১৩ই মার্চ আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ই মার্চ মুম্বাইতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ১৯শে মার্চ বিশাখাপত্তনামে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ ২২ শে মার্চ চেন্নাইতে অনুষ্ঠিত হবে। মার্চের শেষ থেকে টানা মে মাস পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল চলবে। যদিও সেই সময়সূচি এখনো ঘোষণা করেনি বিসিসিআই।

ভারত যদি টেস্টের চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারে তবে জুলাইতে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারে। জুলাই আগস্ট এ ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দুইটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যদিও সেই সুচি এখনো ঘোষিত হয়নি। সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানে।

যদিও ভারতের ক্রিকেট বোর্ড নিমরাজি থাকায় বদলে যেতে পারে ম্যাচের ভেন্যু। অক্টোবর নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আসর জমবে। নভেম্বর ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরে তাদের খেলার রোজনামচা শেষ হবে।