সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে এবার পুরুষ CRPF জওয়ানদের স’ঙ্গে কাঁ’ধে কাঁ’ধ মি’লি’য়ে অভিযানে যাবেন মহিলা জওয়ানরা

কোন কাজেই মহিলারা ছোট নন বরং পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থলে জলে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে মেয়েরা। বিশেষ করে কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের উন্নয়নে এবং তাদের ক্ষমতায়নের জন্য একাধিকবার নানান পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। এবার কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে দেখা যাবে মহিলাদের।

আধা সামরিক সিআরপিএফ জওয়ান হিসেবে নিযুক্ত হতে পারবেন মহিলারাও। আগামী বছরের মার্চ মাস থেকেই দেখা যাবে তাদের কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সঙ্গে সরাসরি লড়াই করবেন তারা। সেন্ট্রাল রিজার্ভ ফোর্স ইতিমধ্যে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছে। ছয় সপ্তাহ ধরে চলবে এই প্রশিক্ষণ।

এরপর উপত্যকার বিভিন্ন জায়গায় পুরুষ এবং মহিলা সিআরপিএফ জওয়ানদের যৌথভাবে দেখা যাবে। শ্রীনগর সেক্টর ইস সিআরপিএফ ইন্সপেক্টর জেনারেল চারু সিনহা জানিয়েছেন আমরা প্রথমে অল্প সংখ্যক মহিলা জওয়ানদের এখানে নিযুক্ত করব এরপর যদি মহিলারা নিরাপদ বোধ করেন তবেই তাদেরকে নিয়োগ করা হবে।

আরো খবর: বছরের প্রথম দিনেই পরীমণির বিছানায় র’ক্তা’র’ক্তি কা’ন্ড! কি হ’লো অভিনেত্রীর?

চারু সিনহা প্রথম মহিলা আইপিএস অফিসার যাকে সিআরপিএফ শ্রীনগর সেক্টর এর প্রধান পদে নিযুক্ত করা হয়েছিল। তিনি বলছেন স্থানীয়দের দাবি-দাওয়াকে সম্মান জানানোর জন্য কমবাটে মহিলাদের নিয়োগ করা হচ্ছে। শ্রীনগর বিমানবন্দরের সিভিল সেক্রেটারি এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে তল্লাশি চালানোর জন্য মহিলাদের মোতায়েন করা হয়। পুরুষ কনস্টেবলরা যা যা করবেন মহিলারা তাই করবেন। পুরুষদের হাতে যে অস্ত্র থাকবে মহিলাদের হাতেও থাকবে একই অস্ত্র।