সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্স আর নি’য়ে নি’তে পারবে না পুলিশ, নি’র্দে’শ হাইকোর্টের

পরিবহণ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নিয়ে পুলিশি ধরপাকড় নিয়ে অনেক ক্ষোভ থাকে মানুষের। অনেকে অভিযোগ করেন, বহু সময়ে পুলিশ জোরজুলুম করে।

কলকাতা হাইকোর্ট এহেন পরিস্থিতিতে একটি মামলায় বড় নির্দেশ দিল। পুলিশ এক গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছিল। কলকাতা হাইকোর্টে সেই ব্যক্তি মামলা করেছিলেন।

তাঁর প্রশ্ন ছিল, আইন ভাঙলে পুলিশ জরিমানা করতে পারে, কেস দিতে পারে, কিন্তু তারপরেও দেখা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারে কি?। বিচারপতি অজয় কুমার চক্রবর্তী এদিন এই মামলার রায়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।

আরো পড়ুন: ব’ড়ো ঘোষণা পর্ষদের, মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইনে ত’থ্য যাচাই হবে নবম শ্রেণীতেই, জানুন বি’শ’দে

তিনি বলেছেন, ড্রাইভিং লাইসেন্স হল একজন চালকের পরিচয়পত্র। পুলিশের কোনও এক্তিয়ার নেই তা বাজেয়াপ্ত করার। আদালত স্পষ্ট করে দিয়েছে, দুচাকা, চার চাকা, দশ চাকা বা ষোল চাকা– কোনও গাড়ির ক্ষেত্রেই চালকের লাইসেন্স কাড়তে পারবে না পুলিশ।