সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘লি’ঙ্গ’ বৈষম্যের তালিকায় ভারত বিশ্বের মধ্যে ১৩৫ নম্বরে, দেশে বা’ড়’ছে পুরুষ-নারীর বিভেদ

‘লি’ঙ্গ’ সাম্যের মানদণ্ডে পিছনের সারি থেকে আরও একধাপ পিছিয়ে পড়ল ভারত। এই বছরে লিঙ্গ সাম্যের তালিকায় ভারতের স্থান ১৩৫ নম্বরে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণে হার বাড়ায় রোখা গিয়েছে অধঃপতন।

গত বছরের তুলনায় পাঁচ ধাপ উপরে স্থান হয়েছে। যদিও বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকেও পিছিয়ে ভারত। বার্ষিক লিঙ্গ সাম্যের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড।

এরপরেই রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড ও সুইডেন। মোট ১৪৬টি দেশের তালিকায় ভারতের থেকে পিছিয়ে রয়েছে মোটে ১১টি দেশ। একদম পিছনের সারিতে স্থান হয়েছে পাঁচটি দেশের।

আরো পড়ুন: আলিপুরদুয়ারে বইয়ের শপিংমল, না’ম তার “বইমহল”

সেগুলি হল আফগানিস্তান, পাকিস্তান, কঙ্গো, ইরান ও চাদ। প্রসঙ্গত, ভারতের এমন অবনমনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে সুসংগঠিত স্বাস্থ্য পরিষেবার অভাব।

এছাড়াও রয়েছে নারী-পুরুষের ভেদাভেদের সমস্যা। ভারতে ভ্রূণ হত্যা এবং পুত্র সন্তানের আকাঙ্খায় যেভাবে কন্যভ্রূণ হত্যা হয় তাতে এই সমস্যার সম্মুখীন হবেই উন্নতশীল ভারত, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।