সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আলিপুরদুয়ারে বইয়ের শপিংমল, না’ম তার “বইমহল”

বইপ্রেমীদের জন্য সুখবর। এবার আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে বইয়ের শপিং মল। যার নাম দেওয়া হয়েছে ‘বইমহল’। উত্তরবঙ্গের বই প্রেমীদের চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শপিং মলের কথা সবাই জানেন।

সেখানে এক ছাদের তলায় বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর এবার সেই একই ভাবে তৈরি করা হচ্ছে বইয়ের শপিং মল। আর সেই শপিংমল তৈরি হচ্ছে আলিপুরদুয়ারে। যার নাম দেওয়া হয়েছে ‘বইমহল’।

বই প্রেমীদের চাহিদা মেটাতেই বইমহলের পথ চলা শুরু হচ্ছে। আলিপুরদুয়ার শহরের বুকে এই বইয়ের শপিং মলের উদ্যোগ নিয়েছেন এক বইপ্রেমী পার্থ সাহা। আলিপুরদুয়ারের ফায়ার ব্রিগেডের উলটো দিকে তৈরি হচ্ছে এই বইয়ের শপিং মল।

আরো পড়ুন: স্ত্রীর দুই প্রেমিকের ছবি বুকে আ’ট’কে নিয়ে আ’ত্ম’হ’ত্যা যুবকের

বিভিন্ন প্রকাশনী সংস্থা এখানে তাদের বইয়ের ভাণ্ডার নিয়ে হাজির থাকবেন। এখানে এক ছাতার তলায় সব রকমের বইয়ের সম্ভার থাকবে। এই তিনতলা বইমহলে ছোট থেকে শুরু করে সবার জন্য সব রকমের বই রয়েছে।