সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন প্রা’ন্তে! শীতের দে’খা নাই রে

শীতের আমেজ যখন জাঁকিয়ে পড়ার কথা রাজ্য জুড়ে, রাজ্যের মানুষ তার আগমনের জন্য পথ চেয়ে বসে, তখনই তার খোজ নেই। গতকাল মঙ্গলবার দক্ষিনবং থেকে একপ্রকার শীত উধাও হয়ে গেছে। আর যার কারণেই তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধিপায় বিভিন্ন জায়গায়। এমনকি পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি পর্যন্ত হয়। এদিকে আবার কলকাতার বুকে বিক্ষিপ্ত মাঝারী বৃষ্টি চোখে পরে। সব মিলিয়ে বলতে গেলে শীতের দেখা নাই।

আজ বুধবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, হালকা মাঝারী বৃষ্টি আজও দেখা যাবে রাজ্যের বিভিন্ন অংশে। তুলনামূলক আজ বুধবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রীর মতো বৃদ্ধি পেয়েছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন। দক্ষিনবঙ্গের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে পাহাড়ে শিলাবৃষ্টির সাথে সাথে হালকা মাঝারী দু এক পশলা হওয়ার সম্ভাবনা।

যদি মৌসম ভবনের কথা শোনা যায় তাহলে দেখা যাবে, তারা জানিয়েছে আসলে উত্তর পশ্চিম ভারত থেকে যে পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপর দিয়ে যাচ্ছে, তার দরুন এই দশা বর্তমানে। উত্তরের হাওয়ার পথে দারুণভাবে বাধার সৃষ্টি করেছে এই পশ্চিমী ঝঞ্ঝা। প্রায় সব জায়গাতেই মেঘলা আকাশ, তবে আপাতত এই শীতের দেখা মিলবে কবের থেকে সেটা নিয়ে এখনও কিছু জানায় নি আবহাওয়া দপ্তর। বাতাসে মোট কথা জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশী তাই বায়ুমন্ডলের ওপরে ও নিচে তাপমাতার ফারাক অনেকটাই বেশী হয়ে যাওয়ার কারণে এই মেঘের সৃষ্টি।