সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সড়কে নে’মে এ’লো সুখোই যুদ্ধবিমান, সামনে থেকে দেখে হ’ত’বা’ক পথচলতিরা, দেখুন ভিডিও

আজ্ঞে হ্যা কথাটা শুনে অবাক হলেও কথাটা সত্যি। একেবারে সড়কের মাঝে হঠাত করেই অবতরণ করল তিনটি যুদ্ধ বিমান। আর সেই দৃশ্য দেখেই একেবারে হতবাক নেটিজেনেরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের এক্সপ্রেসয়েতে। হঠাত করেই মানুসচলতি রাস্তায় ৩ টি যুদ্ধবিমান অবতরণ করার ভিডিও এখন দারুণ ভাইরাল নেটদুনিয়ায়। উত্তরপ্রদেশেরে এই এক্সপ্রেসওয়ে যার দৈর্ঘ্য ৩৪০.৮ কিলোমিটার, যার শুরু উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল থেকে লক্ষনৌ পর্যন্ত।

এখনও উদ্বোধন হয়নি এই সড়ক পথের, শোনা যাচ্ছে আগামী মঙ্গলবার এর উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এক্স প্রেসওয়ে স্বভাবিক ভাবেই সময় ও জীবনের ঝুকি বাঁচানোর জন্যই অত্যাধুনিক পদ্ধতিতে বানানো হয়, যার ট্রায়াল ইতিমধ্যে পূরণ করা হয়েছে।

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী উদ্বোধনের জন্য আসবে এখানে আর সেই কারণেই যুদ্ধবিমান নামবে এই সড়ক পথে, আর সেই কারণেই আশেপাশের সুরক্ষা ব্যবস্থার ওপর নজর রাখতে ও ট্রায়াল দিতে এই এক্সপ্রেসওয়েতে অবতরণ করেছিল সুখোই-৩০ ও মিরাজ -২০০০। জানা গেছে অনেকটাই সময় কম লাগবে এখন লক্ষনৌ পৌছাতে। এই এক্সপ্রেসওয়ে অনেক কয়েকটি জেলার ওপর দিয়ে গেছে যার মধ্যে অযোধ্যা, আজমগড়, গাজিপুর,সুলতানপুর অন্যতম।