সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টির পিসির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ত’বে চাকরি কিভাবে পেলেন?

তথ্য: টিভি ৯ বাংলা

নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজ্য রাজনীতি। গ্রুপ সি’র ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে এইসব শূন্যস্থান পূরণ করতে হবে। বরখাস্তের তালিকায় ৬০৮ নম্বরে রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম।

তবে অনেকে বাকি ৮৪১ জনের থেকে বোলপুরের বৃষ্টি মুখোপাধ্যায়ের নামের ওজন কিছুটা বেশি বলেই মনে করছেন কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বৃষ্টির পিসি।

যেসকল গ্রুপ সি কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের কারও নম্বর বাড়ানো হয়েছে,আবার কারও অদ্ভুতভাবে ওএমআর শিটে নম্বর বেশি দেওয়া থাকলেও সার্ভারে কম নম্বর আপলোড করা হয়েছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে,অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।

সব ক্ষেত্রেই নম্বরের গোলযোগ হয়েছে। সূত্রে খবর , বছর কয়েক আগে বোলপুর উচ্চ বিদ্যালয়ে ক্লার্ক তথা গ্রুপ সি পদে যোগ দিয়েছিলেন বৃষ্টি। তার বাবার নাম নিহার মুখোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে মানসিক রোগী। বর্তমানে এসএসকেএমে তার চিকিৎসা চলছে । নিহার বাবুর বক্তব্য, মেয়ে চাকরি পেয়েছিলেন ঠিকই কিন্তু কিছুদিনের মধ্যেই পদত্যাগও করেন।

আরো খবর: সোনমের থেকেও সুন্দরী তার বোন, অনিল কাপুরের ছোট মেয়ের ছ’বি দেখলে ঝ’ড় উঠবে পুরুষ ম’নে!

মেয়ের চাকরি হওয়া প্রসঙ্গে নিহার বাবু প্রথমে বলেন, ‘পরীক্ষা দিয়েই ও চাকরি পেয়েছিল। ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল ছিল।’ আবার কিছুক্ষণ পরে পাল্টে যায় উত্তর। তিনি বলেন, ‘নিশ্চই ও পরীক্ষা দিয়েছিল।

ওর তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল তাই ব্যাপারটা আমার ঠিক জানা নেই। আপনারা স্কুলে গিয়ে জিজ্ঞেস করতে পারেন।’ ফলে আবারও বিভিন্ন মহলে রাজ্যের শাসক দলের বিপক্ষে স্বজন পোষণের অভিযোগ উঠছে।