সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফুলের জী’ব’ন্ত জীবাশ্ম, হ’তবা’ক বিজ্ঞানীরা, ১০ কোটি বছর আ’গে যেমন ছিল এখনও তেমনই ফু’টে রয়েছে!

আজ থেকে প্রায় সাড়ে 400 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি। এই দীর্ঘ সময় ধরে পৃথিবীতে বহু প্রাণী এবং উদ্ভিদের জন্ম হয়েছে। এদের মধ্যে অনেকেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে দীর্ঘ 10 কোটি বছর আগে ফুলের এক প্রকারের প্রজাতির উদ্ভব হয়েছিল পৃথিবীতে। এই প্রজাতি এখনো পৃথিবীর বুকে অক্ষত অবস্থায় থেকে গিয়েছে। ডাইনোসরের যুগের এই ফুল আজও ফোটে পৃথিবীতে।

সম্প্রতি নেচার প্লান্টস নামে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই অদ্ভুত ফুলের সন্ধান পাওয়া গিয়েছে। কিংদাও ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে একদল গবেষক এবং ব্রিটেনের মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অন্য গবেষকরা মিলে এই ফসিল আবিষ্কার করেছেন। বর্তমানে ব্রিটেনের কেপটাউনে এই ফুল ফুটতে দেখা যায়।

গাছের আঠার মধ্যে আবদ্ধ হয়েছিল এই গাছের পূর্বসূরী। 10 কোটি বছর ধরে এভাবেই সংরক্ষিত অবস্থায় থেকে গিয়েছে এই ফুল। দীর্ঘদিন যাবৎ অবিকৃত অবস্থায় থেকে গিয়েছে এই জীবাশ্ম। গবেষকরা এতে বেজায় খুশি। মায়ানমারে এমন ধরনের অ্যাম্বার বা তৈলস্ফটিকের একুশটি টুকরো আবিষ্কার করা হয়েছে। সেই প্রাগৈতিহাসিক সময় থেকে এগুলি অবিকৃত অবস্থায় থেকে গিয়েছে পৃথিবীতে।

উল্লেখ্য সাধারণ রজন ঘণীভূত হয়ে তার মধ্যে এমন জীবাশ্ম এর আগেও অনেক খুঁজে পাওয়া গিয়েছে। এগুলিকে অনেক সময় রত্ন হিসেবে ব্যবহার করা হয়। এই স্ফটিকের গুরুত্ব অপরিসীম।