সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতেই সবথেকে বে’শী ইন্টারনেট ব’ন্ধ করতে হয়েছে!

2021 সাল থেকে ভারতেই সবথেকে বেশিবার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর মধ্যে 106 বার ইন্টারনেট বন্ধের ঘটনার মধ্যে শুধু কাশ্মীরেই ৮৫ বার ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে।

অ্যাক্সেস নাওয়ের রিপোর্টে এমনটা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে 2021 সালে বিশ্বের 34 টি দেশের মধ্যে অন্তত 182 বার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে ভারতে সবথেকে বেশি 106 বার ইন্টারনেট বন্ধ হয়েছে।

উল্লেখ্য এই নিয়ে পরপর চার বছর ইন্টারনেট বন্ধ নিরিখে শীর্ষস্থান দখল করে থাকলো ভারত। মায়ানমারে 15 বার ইন্টারনেট বন্ধ হয়েছিল। সুদান এবং ইরানের পাঁচবার নেট বন্ধ হয়েছিল।

আরো পড়ুন: আগামীকাল সূর্যগ্রহণ, এই ৫ রাশির উপর ব’ড় প্র’ভা’ব পড়তে পা’রে!

জম্বু কাশ্মীর এলাকাতে 85 বার নেট বন্ধ হয়। ভারতে কেন বারবার নেট বন্ধ করতে হচ্ছে? পরিসংখ্যান অনুযায়ী কোনো জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেখানে নেট বন্ধ করতে হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অথবা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে নেট বন্ধ করা হয়ে থাকে। দুই হাজার কুড়ি সালে ভারতে সবথেকে বেশিবার নেট বন্ধ হয়েছিল। গোটা বিশ্বের মধ্যে 155 বার নেট বন্ধ হয়েছিল যেখানে ভারতে 109 বার নেট বন্ধ করা হয়।

এই রিপোর্টে বলা হয় এশিয়া প্যাসিফিক রিজিয়নের সাতটি দেশে 129 বার নেট শাটডাউন করা হয়েছিল। এই দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার এবং পাকিস্তান।