সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন Whatsapp-এ করতে পারবেন কো’ভি’ড টে’স্ট! “এক্স-রে সেতু” লঞ্চ করলো কেন্দ্র

করোনা টেস্ট করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে অনেকেরই বেশ অসুবিধা হচ্ছে। বর্তমান উন্নত প্রযুক্তির দুনিয়া যদি সব কাজ অনলাইনেই সম্ভব হয়, তাহলে করোনা টেস্ট নয় কেন? এই চিন্তা ভাবনা থেকেই কার্যত উন্নত প্রযুক্তিতে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ মারফত করোনা টেস্ট করানোর ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এক্স-রে সেতু ডেভেলপ করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে যে এক্স-রে সেতু ডেভেলপ করা হয়েছে তা থেকে বাড়িতে বসেই অনলাইন মারফত করোনা টেস্ট করানো যাবে। গ্রামীণ এলাকার প্রায় ১০ হাজার ডাক্তারকে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এআই অ্যান্ড রোবোটিক্স বডি আর্টপার্ক নামক অ-লাভদায়ক সংস্থার থেকে সাহায্য নিয়ে নিরামাই এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের যৌথ উদ্যোগে  তৈরি করা হয়েছে এই ব্যবস্থা।

আগামী ১৫ দিনের মধ্যে ১০ হাজার ডাক্তারের একটি বিশেষ দল গঠন করে তাদের এক্স-রে সেতু নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাদের শরীরে করোনা উপসর্গ রয়েছে তারা নিজেদের বুকের এক্স রে করিয়ে সেই ছবি হোয়াটসঅ্যাপ মারফত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ১০-১৫ মিনিটের মধ্যেই জেনে নেওয়া যাবে ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন কিনা।

এক্স-রে সেতু চ্যাটবট ব্যবহার করে বাড়িতে বসেই এভাবে করোনা টেস্ট করাতে পারবেন।লো-রেজোলিউশনের এক্সরে হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটিকে ডিটেক্ট করতে পারবে বলেই জানাচ্ছেন ডেভলপাররা। করোনার এই রিপোর্ট নির্ভুল হবে বলেই দাবি তাদের।