সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুই মোঘলদের ক’থা, ভারতীয় মহারাজাদের বীরগাথা নেই! সরকারকে নতুন করে ইতিহাস লেখার আবেদন অক্ষয়ের

অক্ষয় কুমার অভিনীত আসন্ন ছবি পৃথ্বীরাজ চৌহান মুক্তি পাবে খুব শীঘ্রই। সম্রাট পৃথ্বীরাজের জীবন কাহিনীর উপর নির্ভর করে এই ছবিটি বানানো হয়েছে। এই ছবির প্রচারে এসে ভারত সরকারের কাছে এক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন অক্ষয় কুমার।

অক্ষয় মনে করেন ভারত সরকারের ইতিহাস বই আবার নতুন করে লেখা উচিত। সেখানে ভারতীয় মোগলদের বীরগাথার বদলে ভারতের যোদ্ধা মহারাজদের কথা উল্লেখ থাকতে হবে।

সংবাদমাধ্যমের কাছে কি সাক্ষাত্কার দিতে গিয়ে অক্ষয় কুমার বলেছেন ভারতের বীরযোদ্ধা মহারাজা মহারাজদের নিয়ে ইতিহাসের পাঠ্যবইগুলোতে বিশেষ কিছু লেখা নেই।

আরো পড়ুন: কোটি টা’কা দিলেও বি’য়েবাড়িতে কোনদিন গান গাইবো না, লোভনীয় প্র’স্তা’ব গ্রহণ করেননি KK

এই সমস্ত বীরযোদ্ধাদের কাহিনী প্রত্যেকের জানা উচিত বলে মনে করেন অক্ষয় কুমার। অক্ষয় বলেছেন মোগলদের ব্যাপারে আমাদের জানা উচিত নয় এমনটা তিনি বলছেন না। তবে মোগলদের পাশাপাশি মহারাজদের সম্পর্কেও জানা উচিত।

ভারতের বীরযোদ্ধা মহারাজারা ছিলেন মহান। মহারানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহানদের মত যোদ্ধাদের ব্যাপারে প্রত্যেকের জানা উচিত। ইংরেজ এবং মোগলদের ব্যাপারে জানে এখনকার প্রজন্ম।

কিন্তু পৃথ্বীরাজ চৌহানের ব্যাপারে তারা কিছুই জানে না কারণ পাঠ্যবইতে তার উল্লেখ নেই। তাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কাছে ভারতের ইতিহাস পাঠ্যবইগুলিকে আবার নতুন করে লেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

অক্ষয় দাবি করছেন স্কুলের পাঠ্যবইগুলোতে মোগলদের পাশাপাশি ভারতীয় মহারাজদের বীরগাথার উল্লেখ থাকুক। ছবির প্রচারের জন্য নয়, দেশের ভালোর কথা ভেবেই তিনি এই কথাগুলো বলছেন।

তিনি আরো জানিয়েছেন সোমনাথের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ ঢালার পরিবর্তে মন্দিরের ট্রাস্টি বোর্ডকে সেই টাকা দান করে দিয়েছেন যাতে অসহায়দের মাঝে তা ভাগ করে দেওয়া যায়।