Home রাজ্য এবার কেষ্টর কালীপুজোর আয়োজনে ভা’টা, ভ’রি ভ’রি সোনার গহনা ন’য় পুজো হবে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কেষ্টর কালীপুজোর আয়োজনে ভা’টা, ভ’রি ভ’রি সোনার গহনা ন’য় পুজো হবে চাঁদা তু’লে

এ বছর সকলেই তাকিয়ে রয়েছেন কেষ্টর কালীপুজোর দিকে। কেষ্ট বলতে এখানে বলা হচ্ছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের কথা। যিনি এখন সংশোধনাগারে। বেশ কয়েক মাস আগেই তাঁকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিবছরই দুর্গাপূজা পেরোলেই কালীপুজোর রমরমা শুরু হয়ে যায় তাঁদের কিন্তু এবছর পরিস্থিতি সম্পূর্ণটাই আলাদা।

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কেইবা দায়িত্ব সহকারে এই কালীপুজো করবেন তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। তবে এ প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও পূজো হবে। ভোগ প্রদান ও সকল মানুষকে খাওয়ানোও হবে। তবে অলংকার পড়ানো হবে কিনা তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে।

প্রতিবছরই প্রতিমাকে বিপুল গয়নায় সাজানো হয়।জানলে অবাক হতে হয় যে ২০১৮ সালে মায়ের গয়না ছিল ১৮০ ভরি। ২০১৯ সালে তা বের হয়েছে ২৬০ ভরি। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ ভরি। আর গত বছর অর্থাৎ ২০২১ সালে মায়ের মোট গয়না ছিল ৫৭০ ভরি। অর্থাৎ বছর যত এগিয়েছে মায়ের সোনার গয়নার পরিমাণ দিন প্রতিদিন বেড়েই চলেছে।

আরো পড়ুন: ভেবেছিল FATF থেকে না’ম তু’ল’তে পারবে পাকিস্তান, সব আ’শা’য় জল ঢা’ল’লে’ন বাইডেন!

এ বছর দেবী মূর্তিকে গয়না পরানবেন রেবতী রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারি পুরোহিত। তবে মাথার মুকুট গলার হার কানের দুল পায়ের নুপুর দিয়েই সাজানো হবে মাকে। কিন্তু এত কিছুর মাঝেও কোথাও যেন একটি সংশয় দানা বাজছে দলের অন্তরে যদিও সেটি সাধারণ মানুষের তরফ থেকে নয়, প্রশাসনিক মহলের অনুমতি নিয়ে সংশয় রয়েছে সকলের মনেই।