Home লাইফস্টাইল শরীরের এই স্থা’নে তিল থাকলে “আয়েশ” করে জী’ব’ন কাটে! আপনিও মিলিয়ে নিন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শরীরের এই স্থা’নে তিল থাকলে “আয়েশ” করে জী’ব’ন কাটে! আপনিও মিলিয়ে নিন

জ্যোতিষ শাস্ত্রের মতোই সমান গুন রয়েছে সমুদ্র শাস্ত্রের। এই সমুদ্র শাস্ত্রে শরীরের বিভিন্ন অংশে তিলের আলাদা আলাদা বর্ণনা রয়েছে। আমাদের শরীরে কালো বা লাল রংয়ের তিল দেখা যায়। শরীরের বিভিন্ন অংশে থাকা তিলের কি তাৎপর্য রয়েছে জানেন কি? গলার সামনের দিকে তিল থাকা শুভ এমন হলে বুঝতে হবে সেই ব্যক্তি কথা বলতে পারদর্শী নিজের কথা দিয়ে সকলকে মন্ত্রমুগ্ধ করে দিতে পারেন।

আবার পিছনের দিকে যাতে তিল থাকে তারা উগ্র স্বভাবের হন। রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। বা কাঁধে যাদের তিল রয়েছে তারা অন্যের সঙ্গে খুব তাড়াতাড়ি ঝগড়ায় জড়িয়ে পড়েন। আবার ডানদিকে থাকলে সেই ব্যক্তি অত্যন্ত সাহসী হয়ে থাকেন। যে ব্যক্তির ডান বাহুতে তিল থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং স্মার্ট হন।

শুধু তাই নয় এরা কোনদিনও অহংকারী হন না। বাঁ হাতে তিল থাকলে বোঝা উচিত সেই ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন এবং তিনি কঠোর পরিশ্রম করে সুখে ও বৈভবে দিন কাটান। কনুইয়ের যে কোন একটিতে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত অস্থির স্বভাবের হয়ে থাকেন তবে তিনি একজন শিল্পমনস্ক মানুষ হয়ে থাকেন।

আরো খবর: শান্তনুর মতো ভা’লো মানুষ খু’ব কমই আছে, বলতে বলতে চোখে জল শাশুড়ির

যে ব্যক্তির কব্জিতে তিল থাকে তারা অত্যন্ত সৃজনশীল হয়ে থাকেন। অ্যাডভার্টাইজিং লেখালেখি পেন্টিং এর কাজে যুক্ত থাকলে তারা ব্যুৎপত্তি লাভ করতে পারেন। সমুদ্র শাস্ত্র হাতের তালুতে তিল থাকা একেবারেই শুভ নয়।

জীবনে একাধিকবার নানান চ্যালেঞ্জের মুখোমুখি করতে হয় ব্যক্তিকে। যাদের বাঁদিকের আঙুলে তিল থাকে তারা সবসময় অতিরিক্ত রঞ্জিত কথাবার্তা বলতে পছন্দ করেন ছোট ছোট বিষয় তারা বিরক্ত হয়ে যান। এই ধরনের ব্যক্তিরা খুবই পরিশ্রমী হয়ে থাকেন।