সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবিশ্বাস্য, ১০০ মিটার দৌড়ে সোনা জি’ত’লে’ন ১০৫ বয়সী বৃ’দ্ধা, দেখুন ভিডিও

বয়স যে আসলে একটা নম্বর সেটা নতুন করে বলার কিছুই নেই। কারণ সেই কথার প্রমাণ অনেকেই অনেকবার করেছে। তেমনি এবারও এক ১০৫ বছরের বৃদ্ধা এই ক থা ফের একবার সত্যি বলে প্রমাণ করল। হরিয়ানার এই বৃদ্ধা ১০৫ বছরের যা করল তা দেখে সত্যি চোখ কপালে উঠতে বাধ্য।

ভাদোদরায় একটি ওপেন মাস্টার্স এথলেটিক্স চ্যাম্পিয়ন শিপ আয়োজিত হয়েছিল, সেখানেই এই ১০৫ বছরের বৃদ্ধা ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, ৪৫.৪০ সেকেন্ডে সেই দৌড় সম্পূর্ণ করে সোনার মেডেল জিতেছে।

১০০ মিটার ও ২০০ মিটার প্রতিযোগিতায় সোনা জিতেছে ১০৫ বছরের রামবাই। তবে মজার বিষয় হল ১০০ বছরের বেশী বয়সী বিভাগে নাম লিখিয়েছিলেন, যেখানে তিনি একাই প্রতীযোগী হিসেবে ছিলেন।

আরো পড়ুন: ভাসমান রেস্টুরেন্টকে গ্রাস করে নিলো সমুদ্র

তাই তাঁর প্রতিযোগী ছিল না ঠিকই, কিন্তু ১০৫ বছর বয়সে এই সাহস করাটাই তো বড় ব্যাপার। তাঁর লক্ষ্য ছিল শুধু দৌড় সম্পুর্ণ করা। সেটা তিনি খুব সহজেই করেছেন ও সম্মানের সাথে করেছেন, যা করতে পেয়ে তিনি দারুণ ভাবে খুশি।