সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্য’স্ত সড়কে আ’ছ’ড়ে পড়লো বিমান!

আকাশে পাখিদের মত এরোপ্লেন উড়ে উড়ে দূর দূরান্তে যাচ্ছে এটা দেখতে আমরা সকলেই পছন্দ করি। আমরা যারা প্লেন এখনও চড়ে কোথাও যাইনি তারা আশা করি একদিন প্লেন চরবো। আবার যারা ইতিমধ্যেই চেপেছে তারা একটা প্লেন উড়ে যাচ্ছে দেখলে তাদের কেমন প্লেন চরার অভিজ্ঞতা হয়েছে মনে করে। কিন্তু যদি কখনো দেখা যায় যে এই সুদূর ওপরে ভেসে বেড়ানো বিমান আকাশ ভেঙে পড়ার মতো মাথার মধ্যে এসে পড়ছে কেমন লাগবে?

অবশ্যই প্রাণ যায় যায় অবস্থা হবে। ঠিক তেমনি ঘটতে দেখা গেলো ফ্লোরিডার অরল্যান্ডোতে। অন্যন্য দিনের মতোই মানুষ নিজের কাজ নিয়ে রাস্তায় বেরিয়েছে। সকলেই নিজের জীবনে ব্যাস্ত। গাড়ি ঘোড়ায় রাস্তা জমজমাট। এর মধ্যেই হটাৎ করেই দেখা গেলো আকাশ থেকে একটি উড়োজাহাজ মাটির দিকে নেমে আসছে! রাস্তার মানুষজন তো অবাক সাথে অসম্ভব ভয় পেয়েও যেতে দেখা যায়।

গত শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোর একটি রাস্তায় ভেঙে পড়ে একটি ছোট বিমান। মানুষজন প্রাণ নিয়ে সরে পড়তে পেরেছে এটাই সস্তি। তবে সাংঘাতিক কিছু না ঘটলেও পাইলটের বেশ কিছু চোট পেয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু হটাৎ করে এভাবে বিমানটি ভেঙে পড়লো কেনো?

আরো পড়ুন: মহাজোট ছাড়াই মোদিকে হা’রা’নো সম্ভব ২৪-এ: ডেরেক

জানতে চাইলে জানানো হয় যে, ওই উড়োজাহাজটির পর্যাপ্ত জ্বালানি শেষ হয়ে গিয়েছিলো তাই ওটা আর উড়িয়ে নিয়ে চলা সম্ভব হচ্ছিল না তাই ওটা নিচের দিকে নামতে শুরু করে এবং শেষ অব্দি নিচে পড়ে যায়।


এই ঘটনায় হকচকিয়ে যায় অনেকেই। তারা নিরাপদে সরে দাঁড়ালেও পুরো ঘটনাটা ভিডিও করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। যা নেটমাধ্যমে বেশ ভাইরাল হয়।