সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাজোট ছাড়াই মোদিকে হা’রা’নো সম্ভব ২৪-এ: ডেরেক

তৃণমূলের সংসদ বেরেক ও ব্রায়ান দাবি করেছেন 2024 সালের লোকসভা নির্বাচনে মহাজোট না হয়েও মোদিকে হারানো সম্ভব। আমরা সবাই দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা একজোট হতে পারেনি, সেই প্রসঙ্গ টেনেই ডেরেক ওব্রায়ান বলেছেন রাষ্ট্রপতি নির্বাচনে একাট্টা হতে পারেনি বিরোধীরা তাতে কি হয়েছে? এখানে হিসেবের কোনো বিষয় নেই, সমস্ত বিরোধীদের ভোট এক জোট করতে পারলেই মোদিকে হারানো সম্ভব।

ডেরেক টুইট করে এই কথা বলেছেন, মোদিকে হারানো সম্ভব। একার পক্ষে এটা সম্ভব নয়, তবে বিভিন্ন রাজ্যের নেতারা মোদীকে ধাক্কা দিয়েছে। সেটাই এবার সবাই মিলে করতে হবে তাহলেই মোদীকে হাটানো সম্ভব। যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে চোখে পড়বে দিল্লি, কেরালা , পশ্চিমবঙ্গ পাঞ্জাব এই সমস্ত রাজ্যের বিরোধীরা সরকার গঠন করেছে।

কিন্তু গত লোকসভায় একাধিক লোকসভা উপনির্বাচনে জিতেছে বিজেপি। এই ফলপ্রকাশের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন মুখে বললেও মনে মনে এখনো বিজেপির উপরে আস্থা রাখে সাধারণ মানুষ। তবে ডেরেক ও ব্রায়ান যুক্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস ৪০ টি আসন জিতবে।


এভাবেই মোদির বিরুদ্ধে মাঠে নেওয়া যাবে, বিভিন্ন রাজ্যের তরফ থেকে এই একই কাজই করতে হবে। তাহলে আর মহাজোটের কোনো প্রয়োজন হবে না।

আরো পড়ুন: বাড়িতে ব’উ থাকতে কোন মহিলার স’ঙ্গে ঘুরছেন বিজেপি নেতা? রাস্তাতেই জু’তো’পে’টা স্ত্রীর

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তেমন কিছু করতে পারেনি বিরোধী দল, তাই লোকসভা নির্বাচনে বিরোধীরা যে কিছু করতে পারবে সেটা আশা রাখছে না বিশেষজ্ঞরা। তবে ডেরেকের মতে মোদিকে একমাত্র টেক্কা দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।তার ব্যক্তিত্ব মোদীকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।