সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাসমান রেস্টুরেন্টকে গ্রাস করে নিলো সমুদ্র

একেবারে সমুদ্রের বুকে ভেসে থাকত বিশাল রেস্তোরা, কিন্তু সেটা এবার তলিয়ে গেল সমুদ্রে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই রেস্তোরা, যেখানে কিনা দ্বিতীয় রাণী এলিজাবেথ নৈশাহার সেরেছেন, এখানে এসেছিলেন হলিউডের তারকা টম ক্রুজ থেকে শুরু করে রিচার্ড ব্রানসনের মতো মানুষেরা।

যখন থেকে করোনা শুরু হয়েছে, তখন থেকেই দেনার দায়ে ডুবে ছিল, কিন্তু কোনোরকম উন্নতি হয় নি রেস্তোরার। তবে এবার এই ভাসমান রেস্তোরার সলিল সমাধি হতে চলেছে। এই রেস্তোরা কিন্তু শুধু রেস্তোরা নয় এটি একটি বৈগ্রাহিক দর্শনীয় স্থান বটে।

কোনোভাবেই লাভের মুখ দেখতে না পাওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত সংস্থা। প্রথমে অবশ্য লাভের মুখ না দেখায় রেস্তোরাকে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু সেখানেই আসল সমস্যা দেখা দেয়।

আরো পড়ুন: মাসে মা’ত্র লাগবে ১৯ টা’কা, ১ বছর স’ক্রি’য় থা’ক’বে আপনার ফোন নম্বর

আচমকাই ভাসমান রেস্তোরাতে জল ঢুকতে শুরু করে। তাতে দেখা যায় সেটি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যেতে থাকে রেস্তোরাটি। গতকাল মঙ্গলবার হংকং এর স্থানীয় সংবাদ মাধ্যম টুইট করে জানায়, রেস্তোরা নাকি অর্ধেক জলের তলায় চলে গিয়েছে।

এই বিষয় নিয়ে মুখ খোলেন ভারপ্রাপ্ত সংস্থা আবের্ডিন রেস্তরাঁ এন্টারপ্রাইজ। তারা বলে ভাসমান রেস্তোরাটি অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়।

কিন্তু যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও চেষ্টা করে এই দুর্ঘটনা থেকে রেস্তোরাটিকে বাচাতে পারে নি। ২০১৩ সাল থেকে এই রেস্তোরা ঋণের দায়ে ডুবে ছিল।

কিন্তু করোনা আসার পর থেকে সেই ঋণ থেকে টেনে তোলা এক প্রকার অসম্ভব হয়ে উঠে ছিল এই রেস্তোরাকে।