সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাদ্রাসা স্কুলগুলিতে প্রা’র্থ’না’র সময় জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক, নি’র্দে’শ যোগী রাজ্যে

আমরা যদি ভারতবর্ষে বসবাস করে থাকি তাহলে আমাদের জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন করার কোনো মানেই হয়না। ভারত বর্ষ এক বিচিত্র দেশ,যদি চোখ মেলে চারদিক লক্ষ করা যায় তাহলে চোখে পড়বে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন বেশভূষার মানুষ এমনকি বিভিন্ন ধর্মের মানুষ।

কিন্তু আমরা সবাই ভারতবাসী। তাই আমাদের জাতীয় সংগীতও এক হওয়া উচিত। এবার সেই হিসেবেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল বৃহস্পতিবার রাজ্যের সমস্ত মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করল।

সমস্ত সংখ্যালঘু আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশ পাঠিয়েছে রাজ্যের মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার এসএন পাণ্ডে এই মর্মে গত ৯ মে।সরকারের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ক্লাস শুরুর আগে সমস্ত স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত ও অ-সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকদের জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক।

আরো পড়ুন: গত ৫ বছরে ২ কো’টি মহিলা চাকরি ছে’ড়ে দিয়েছেন, কি বলছে জা’তী’য় সমীক্ষা?

এই নিয়ে মাদ্রাসা শিক্ষক সমিতি, মাদাারিস আরাবিয়ার সাধারণ সম্পাদক দিওয়া সাহাব জামান খান বলেন, আগে মাদ্রাসায় ক্লাস শুরু হওয়ার আগে হামদ ও সালাম পাঠ করা হত।

কিছু কিছু জায়গায় জাতীয় সংগীতও পাঠ করা হতো। কিন্তু তখন সেটা বাধ্যতামূলক না থাকলেও এখন সেটা বাধ্যতামূলক করা হলো। বেশিদিন হয়নি সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ধরমপাল সিংহ মাদ্রাসায় জাতীয়তাবাদ চর্চার উপর জোর দেওয়ার কথা বলেছিলেন, এবার তারপরেই সেই নির্দেশ দেওয়া হল।