সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইন পার্সোনাল লোন App-র রমরমা এবার ক’ম’বে, ক’ড়া পদক্ষেপ নিচ্ছে Google

যত দিন যাচ্ছে মানুষ ডিজিটাল মাধ্যমকেই আপন করে নিচ্ছেন সমস্ত ব্যাপারে। তবে এতটাই ডিজিটাল মাধ্যমের উপর নির্ভর করতে শুরু করেছেন যে অনেক সময় অনেক শিক্ষিত বাক্তিও প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন। আর এই সমস্যাটা বেড়েছে বিশেষ করে কভিড শুরু হওয়ার পর থেকেই।

মানুষ সব প্রয়োজনেই ফোন নির্ভর হতে শুরু করে দিয়েছিলো আর তাতেই দৌরাত্ম্য বেড়েছে যত অনলাইন অ্যাপ গুলির। অনলাইন যেমন গেম অ্যাপ আছে শপিং অ্যাপ রয়েছে তেমনি রয়েছে পার্সোনাল লোন অ্যাপ। এই অ্যাপ – এর মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে এই সব অ্যাপ বেআইনি ভাবে কার্যকলাপ চালাচ্ছে।

ঋণ দেওয়ার পর, গ্রাহকদের থেকে অর্থ এবং সুদের অর্থ আদায়ের জন্য নানা রকম বেআইনি পদ্ধতিও অবলম্বন করেছে এই অ্যাপগুলি। যা নিয়ে দেশের প্রায় প্রতিটি কোণাতেই জমা পড়েছে অসংখ্য অভিযোগ।  এই ধরনের অ্যাপের স্বল্পমেয়াদী ঋণের ফাঁদে পা দিয়ে কোভিডকালে এবং পরবর্তী সময়ে বহু মানুষ হেনস্থার শিকার হয়েছেন। অনেকে নিগৃহীত পর্যন্ত হয়েছেন।

আরো খবর: আজ শনিবার, গ্রহরাজের কৃ’পা’য় কেমন দিনটি কা’ট’বে জেনে নিন, রইলো রাশিফল (08.04.2023)

আর তাই এবার এই সব বেআইনি অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে গুগল সংস্থা। সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনের আড়ালে বসা অসাধু ব্যবসায়ীদের ফাঁদে যাতে ঋণগ্রহীতারা আর না পড়েন, তা নিশ্চিত করতেই পদক্ষেপ করতে চলেছে গুগল। এই নিয়ে তারা খুব ইউনিক ব্যাবস্থা গ্রহন করতে চলেছেন।

মূলত বিশ্বে স্মার্টফোনের বাজারে সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড। ব্যবসায়িক কারণে এই অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স। আর তাই বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি অনেকটাই কম। তবে ক্রমেই গুগল প্লে স্টোরকে আরও বেশি সুরক্ষিত করার দিকে মন দিয়েছে গুগল।

মূলত, ঋণ প্রদানকারী অ্যাপগুলি ঋণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারকারীদের থেকে তাদের ব্যক্তিগত তথ্য, ছবি সংগ্রহ করে। গুগল এবার এই পদ্ধতিতে বাঁধ সাধতে চলেছে।

তারা এবার সিস্টেমটি এতটাই উন্নত করবেন যাতে আর পার্সোনাল ডাটা সংগ্রহ করতে না পারে ওই প্রতারক সংস্থা গুলি সেদিকে এবার কড়া নজর রাখা হবে বলে ঠিক করা হয়েছে। তাই এই ধরনের অ্যাপ গুলি থেকে সাবধান। লোন লাগল নিকষ্টস্থ ব্যাংকে যান এরকম নানা অ্যাপ রয়েছে মোবাইলে সেগুলির দিকে কম ঝুঁকুন এতে আপনাদেরই লাভ।