সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অতীতে দেশের আ’রো ৮ জন হাই প্রোফাইল ব্যক্তির মৃ’ত্যু হয়েছিল হেলিকপ্টার দু’র্ঘ’ট’না’য়

গতকাল তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। তবে অতীতেও এমন বেশকিছু মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রয়েছে ভারত। আজকের এই প্রতিবেদনে রইলো সেই তালিকা।

YS Rajasekhar Reddy biopic: Congress warns against 'critical' yatra

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডীও 2009 সালে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন। অন্ধ্রপ্রদেশের কুর্ণুলে রুদ্রকোনা পাহাড়ের কাছে ভেঙে পড়েছিল তার হেলিকপ্টার।

Biopic on late actor Soundarya in the works; Social media is rife with  reports on the same | Telugu Movie News - Times of India

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যু হয়েছিল এমন মর্মান্তিকভাবে। তার হেলিকপ্টার ভেঙে পড়েছিল। বিজেপির ভোট প্রচারে বেঙ্গালুরু থেকে করিমনগর যাচ্ছিলেন তিনি। আচমকা হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হেলিকপ্টারের তার ভাই অমরনাথও ছিলেন।

Madhavrao Scindia Death Anniversary: Remembering Maharaja of Gwalior, who  rebelled against the royal lineage to pave his own way

কংগ্রেসের মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। 2001 সালে আকাশপথে তার বিমানে আগুন ধরে যায়। উত্তর প্রদেশের জেলা মণিপুরির একেবারে সীমান্তে বিমানটি ভেঙে পড়েছিল।

CDS General Bipin Rawat to YS Rajasekhara Reddy: Prominent Indians who died  in air crashes- The New Indian Express

লোকসভার প্রথম স্পিকার জিএমসি বালা যোগীরও মৃত্যু হয়েছিল হেলিকপ্টার দুর্ঘটনায়। 2002 সালে অন্ধপ্রদেশের কৃষ্ণ জেলার কাইকালুর অঞ্চলে ভেঙে পড়েছিল তার হেলিকপ্টার।

On this day in 1980, Sanjay Gandhi was killed in a plane crash, the  political equations of India had changed | NewsTrack English 1

ইন্দিরা গান্ধির ছোট ছেলে সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তখন সময়টা ছিল 1980।

DORJEE KHANDU: Five days after the helicopter that he was using went missing, Arunachal Chief Minister Dorjee Khandu was found dead near the China border in 2011.

অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খানদু 2001 সালে যে হেলিকপ্টারে ছিলেন সেটি আচমকা নিখোঁজ হয়ে যায়। তার মৃত্যু নিশ্চিত করা হয় সরকারের তরফ থেকে।

OP JINDAL: OP Jindal, Haryana's then power minister and a leading industrialist, and state agriculture minister Surendra Singh were killed when their chopper developed a technical snag and went down near Saharanpur in 2005.

2005 সালের জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান ওম প্রকাশ জিন্দালের মৃত্যু হয় হেলিকপ্টার দুর্ঘটনায়। এছাড়াও সিপিআইএম এবং পরে জাতীয় কংগ্রেসের নেতা মোহন কুমারমঙ্গলমের মৃত্যু হয়েছিল এমন মর্মান্তিকভাবে।