সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Infosys-এ কাজ ছাড়লে এই কোম্পানিগুলিতে চাকরি ক’রা যাবে না! তু’ঙ্গে বি’ত’র্ক

ভারতের শীর্ষ পাঁচটি আইটি সংস্থার মধ্যে একটি হলো ইনফোসিস। এবার এই সংস্থা তার কর্মচারীদের জন্য নতুন নিয়ম চাপিয়ে দিয়েছে। যে সকল কর্মচারী ইনফোসিস কোম্পানি ছেড়ে যাবেন তারা আগামী ছয় মাসের জন্য কোম্পানির প্রতিযোগীদের সঙ্গে কাজ করতে পারবেন না।

ইনফোসিসের কর্মীরা যারা পদত্যাগ করেছেন কিংবা পদত্যাগের কথা পরিকল্পনা করছেন তারা এই নতুন নিয়মে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তাদের অন্যত্র চাকরি খুঁজতে সমস্যা হতে পারে।

নতুন কর্মীদের জন্য অফার লেটারে ইনফোসিস একটি নতুন এবং কঠোর ধারা যুক্ত করে দিয়েছে।  এই ধারা অনুযায়ী কর্মচারীদের লিখিত দিতে হবে যে কোনো কারণে ইনফোসিসে চাকরির মেয়াদের অবসান হলে ছয় মাসের জন্য তিনি বেশ কিছু কাজ করতে পারবেন না।

আরো পড়ুন: নেপালের আ’র্থি’ক স’ঙ্ক’টে জেরবার শিলিগুড়ি, পড়েছে ব্যা’প’ক প্র’ভা’ব

এর মধ্যে একটি হলো ইনফোসিসের সঙ্গে চাকরির অবসরের আগে 12 মাসের সময়সীমার মধ্যে কোনো গ্রাহকের সাথে পেশাদার দক্ষতায় কাজ করেছেন এমন জায়গা থেকে চাকরি প্রস্তাব নিতে পারবেন না।

যদি এত ইনফোসিসের ঘোষিত প্রতিযোগীদের কাছ থেকে চাকরির প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। এই ঘোষিত প্রতিযোগীর অধীনে কাজের শর্ত যদি এমন গ্রাহকের সঙ্গে কাজ করতে বাধ্য করে যার সাথে ইনফোসিসের সাথে কর্মসংস্থানের অবসরের বারো মাসে কাজ করেছেন, তাহলে সেই জায়গা থেকে চাকরি নিতে পারবেন না।

কোম্পানিকে পাঁচটি প্রধান আইটি ফার্মে ঘোষিত প্রতিযোগিতায় উল্লেখ করে দিয়েছে সেগুলি হল টিসিএস, আইবিএম, কগনিজেন্ট, উইপ্র এবং অ্যাসেনটার। বর্তমানে আইটি সেক্টরগুলিতে মেধা যুদ্ধ চলছে। তিন মাসে 80000 এরও বেশী ইনফোসিস কর্মী পদত্যাগ করেছেন। এই প্রবণতা দূর করতে তারা এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।