সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বহু ট্রেন বা’তি’ল হচ্ছে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, রইলো পু’রো তা’লি’কা

আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে আইআরসিটিসি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বিলাসপুর-ভোপাল এবং জম্মু তাওয়াই-দুর্গ এক্সপ্রেসের মত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে নির্দিষ্ট দিনগুলির জন্য। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর ডিভিশনের জয়থারি-চুলহা রেলওয়ে সেকশনের স্টেশনের সঙ্গে সংযোগকারী তৃতীয় লাইনের নির্মাণকার্য চলছে।

এই নির্মাণকার্য চলার জন্য নির্দিষ্ট দিনগুলির জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। এরজন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। উল্লেখ্য গত 23 শে জানুয়ারি আইআরসিটিসির নন ইন্টারলকিং কাজ শুরু হয়েছিল। নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে এবং আরো বেশ কিছুদিন সময় লাগবে কাজ সম্পন্ন হতে। এই কারণে মধ্যপ্রদেশের উপর দিয়ে যাওয়া বহু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাতিল হওয়া এই ট্রেনের তালিকায় রয়েছে নিম্নোক্ত ট্রেনগুলি –

ফেব্রুয়ারি ২ – ২২১৬৯ রানি কামালাপতি সাঁতরাগাছি এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৩ – ২২১৭০ সাঁতরাগাছি-রানি কামালাপতি এক্সপ্রেস এবং ২২৯০৯ ভালসাদ-পুরি এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৫ – ২০৯৭১ উদয়পুর-শালিমার এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৬ – ২০৯৭২ শালিমার-উদয়পুর এক্সপ্রেস, ২২৯১০ পুরি-ভালসাদ এক্সপ্রেস এবং ২০৪৭১ বিকানের-পুরি এক্সপ্রেস
ফেব্রুয়ারি ১ থেকে ৮ – ১৮২৩৬ বিলাসপুর-ভোপাল এক্সপ্রেস এবং ১২৫৪৯ দুর্গ-জম্মু তাওয়াই এক্সপ্রেস
জানুয়ারি ৩১ থেকে ফেব্রুয়ারি ৭ – ১৮২৩৫ ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস
ফেব্রুয়ারি ১,৬ এবং ৮ – ১৮২০৩ দুর্গ-কানপুর এক্সপ্রেস
ফেব্রুয়ারি ২,৭ – ১৮২০৪ কানপুর-দুর্গ এক্সপ্রেস এবং ২২৮৬৮ নিজামুদ্দিন-দুর্গ এক্সপ্রেস
ফেব্রুয়ারি ২ থেকে ৪ – ১৮২০১ দুরগ-নাউতান্বা এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৪ থেকে ৬ – ১৮২০২ নাউতান্বা-দুর্গ এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৯ – ২০৪৭২ পুরি-বিকানের এক্সপ্রেস
ফেব্রুয়ারি ৩ থেকে ১০ – ১২৫৫০ জম্মু তাওয়াই-দুর্গ এক্সপ্রেস