সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবকটি ঘরে ক্যামেরা বসানো, বাড়ির মালিকের কা’ণ্ডে অ’স্ব’স্তি’তে আট পড়ুয়া

আজকালকার দিনে উচ্চ শিক্ষার প্রয়োজনে মেসবাড়ি খুব ভরসা মূলক একটি জায়গা হয়ে উঠেছে। আমাদের সকলেরই প্রায় কম বেশি একটু দূরে পড়াশোনার জন্য বা চাকরির জন্য মেস বাড়িতে থেকে আমরা কাজ করার সিদ্ধান্ত নিই। সেরকমই অস্ট্রেলিয়ার দক্ষিণ- পূর্ব কুইন্সল্যান্ডের আট ছাত্র ভাড়া থাকত তাদের পড়াশোনার জন্য ‘ হাইভ স্টুডেন্ট আকোমোডেশন ‘ সংস্থার অন্তর্গত এক মেস বাড়ীতে।

সেই মেস বাড়িতেই তাদের নজরে আসে এক অপ্রীতিকর ঘটনার।তাঁরা হটাৎই খেয়াল করেন, ওই মেস বাড়ীর প্রায় সব ঘরেই সি সি ক্যামেরা বসানো হয়েছে। বাড়ির মালিকের এমন কাজের জন্য তারা রীতিমত অবাক সাথে বিরক্তও। তাদের বক্তব্য, এতে তাদের গোপনীয়তা রক্ষা থাকছে না। সব জায়গায় সব কিছু জানার অধিকার কারো থাকতে পারে না।

এক পড়ুয়া জানান, কিছুদিন আগে রান্নাঘরে কিছু বৈদ্যুতিক জিনিসপত্র মেরামতের কাজকর্মের জন্য বৈদ্যুতিক মিস্ত্রি ডাকা হয়। আর এই থেকেই তাঁর আশঙ্কা, সেই সুযোগেই মালিক বসিয়েছেন এই ক্যামেরা। আরেক পড়ুয়া বলেন – ” জনপ্রিয় একটি রিয়ালিটি শোয়ে আবাসিকদের সব নজর রাখেন কতৃপক্ষ।

আরো পড়ুন: বাসভাড়া একবারে ৫০ শতাংশ বৃ’দ্ধি পেয়েছে, জ্বালানির ধা’ক্কা’য় নাজেহাল বাংলাদেশ

বাড়ির মালিকের কাণ্ডে মনে হচ্ছে আমরা যেনো ওই ধরনের কোনো শোয়ের প্রতিযোগী “। শৌচাগার বাদে প্রায় সব জায়গাতেই সি সি ক্যামেরা লাগানো হয়েছে বলে তারা অভিযোগ করেন। আর এই ঘটনাটি সবটাই নেট মাধ্যমে জানান তাঁরা।
এমনকি তাঁরা ই- মেল করে সবটা জানান সেই সংস্থার মালিক পক্ষকে।

আর সেই মালিক পক্ষের কাছ থেকে উত্তরও আসে। তারা জানান – মালিক পক্ষের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কোনো আবাসিক যদি জিনিসপত্র ভাঙ্গেন বা নষ্ট করেন, ওই ক্যামেরার মাধ্যমে তাদেরকে চিনতে সুবিধে হবে তাই তারা এই কাজ করেছেন। ই- মেল মারফত মলিক পক্ষ জানিয়েছেন সে কথা।