সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্ডাস্ট্রির বহিরাগতদের নিয়ে কা’জ ক’রি না, আয়ুষ্মানের সঙ্গেও দুর্ব্যবহার করণ জোহরের

বলিউড মানেই যে ঝাঁ চকচকে সুন্দর একটা পৃথিবী তা কিন্তু নয়। নেপোটিজমের উপদ্রব বলিউডে ব্যাপক। বিটাউনে নেপোটিজমের অভিযোগ আজকের নয়। তবে 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আবারও নাড়িয়ে দিয়েছিল সেই নোংরা সত্যিটাকে। বলিউডের নেপোটিজমের হাঁড়িকাঠে নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন এই তরুণ অভিনেতা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক অভিনেতা অভিনেত্রীরা একে একে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন৷ এই নেপোটিজমের কারণেই নবাগতরা বারংবার চেষ্টা চালিয়ে যান নিজেদেরকে প্রমাণ করার, অত্যন্ত কষ্ট করে সাফল্য অর্জনের জন্য সেখানকার মাটি কামড়ে পড়ে থাকেন।

একমাত্র সেই শিল্পীরাই জানেন সেখানে কতটা পরিশ্রম করে তারা টাকা উপার্জন করেন। আর এই সিনেমা জগত হল বিভিন্ন ধরণের অভিযোগের আখড়া। কারণ বলিউডে গড ফাদার না থাকলে খুব একটা সুবিধা যে করা যায়না তা সকলেই জানে৷এরকমই আরেক বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা বরাবরই স্রোতের বিপরীত পথে চলতে ভালোবাসেন।

আরো পড়ুন: ভারতের এই গ্রা’মে আছে হাজার হাজার কোবরা, খো’লা থাকে ঘরের দরজা! খেলা ক’রে বাচ্চাদের স’ঙ্গে

একেঘেঁয়ে চরিত্রে বারবার অভিনয় করতে তিনি এক্কেবারেই পছন্দ করেন না। তাই যতবারই তিনি পর্দায় আসেন ততবারই নতুন নতুন চমক থাকে। তাঁর অভিনয় কেরিয়ার মাত্র আট বছরের। আর এর মধ্যেই দর্শকদের মনের একটা বড় মাপের অংশ তিনি দখল করে নিয়েছেন নিজের অভিনয়ের জাদুতে।

কমার্শিয়াল হিন্দি ছবিতেও তাঁর দৌলতে এসেছে নতুনত্বের স্বাদ। তবে আজ বলিউডে তিনি সাফল্য পেলেও ইন্ডাস্ট্রিতে শুরুটা তার কাছে মোটেই সহজ ছিল না। একসময় সুপারস্টারদের সাথে ব্যাপক লড়াইতেও অংশ নিতে হয়েছিল তাঁকে।

সুশান্তের মৃত্যুতে প্রথমেই যাঁর দিকে আঙুল উঠেছিল তিনি হলেন বলিউডে রাজ করা পরিচালক করণ জোহার। নেপোটিজম বিতর্কে তাঁর প্রতি ছিল একাধিক অভিযোগ। কখনও তার দুর্ব্যবহার, কখনও নোংরা মন্তব্য বারংবার বুঝিয়ে দিয়েছে স্টারকিড ছাড়া কেউই তাঁর কাছে পাত্তা পায়না।

বিভিন্ন টকশোতেও গডফাদারহীন নবাগতদের নিয়ে স্টারকিডদের সাথে নানান অপমানজনক ইঙ্গিত করেছেন তিনি। তাই একবার তাঁর এই মুখোশ টেনে খুলে দিয়েছিলেন স্বয়ং আয়ুষ্মান।

আরো পড়ুন: এক ভারতীয় তৈ’রি করলেন ৩৭ কেজি ওজনের বল পেন, আ’বা’র লেখাও যাচ্ছে, ভাইরাল ভিডিও

আসলে তাঁর যেহেতু ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছিল না, তাই প্রথম দিকে সকলেই তাকে বহিরাগত বলে দূরে সরাত। প্রথম দিকে তাঁর অভিনয় প্রতিভার কেউ কোনো দামই দেয়নি। এরপর যখন অপূর্ব অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি বলিউডে নিজের একটা পাকাপোক্ত জায়গা বানালেন, তখনই হাটে হাঁড়ি ভাঙেন এই অভিনেতা৷

জনপ্রিয়তা পাওয়ার পর করণের শো ‘কফি উইথ করণ’ এ ডাক পেয়েছিলেন আয়ুষ্মান। যখন আয়ুষ্মান রেডিও জকি হিসেবে কাজ করতেন, তখন তাঁর সাথে প্রথমবার দেখা হয় পরিচালক করণ জোহারের। অভিনেতা বিখ্যাত পরিচালকের কাছে থেকে নম্বর চাইতেই করণ তাঁকে ব্যক্তিগত নম্বরের বদলে তাঁর অফিসের নম্বর দিয়েছিলেন৷

এরপর যতবার আয়ুষ্মান সেই নম্বরে ফোন করেন, ততবার করণের কেয়ারটেকার তাকে ফিরিয়ে দেন। এর পরের দিন যখন আয়ুষ্মান ফোন করেন, তখন করন স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়ে দেন, “আমরা শুধু তারকাদের সাথে কাজ করি, আপনার সাথে কাজ করতে পারবো না।” এরপর আর কখনো কোনোরকম সাহায্য না নিয়ে নিজের চেষ্টাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন আয়ুষ্মান।