সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোদির স’ঙ্গে দে’খা হতেই ৩ হাজার ভারতীয়র ভিসা পা’শ করে দিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

ভারতের জন্য এক বড় সুখবর, ইংল্যান্ডের তরফ থেকে এবার ৩ হাজার কম বয়সী পেশাদার ভারতীয়দের প্রতি বছর ভিসা দেওয়া হবে। আর সেই ভিসা নিয়ে সর্বোচ্চ ২ বছর দেশে থাকতে পারবে ও কাজ করতে পারবেন। ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক এই সিদ্ধান্তে সবুজ সংকেত জানিয়েছে।

এই সিদ্ধান্তের ঠিক কয়েক ঘন্টা আগেই জি -২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে পরস্পর মিলিত হয়ে আলাপ আলোচনা করেন। আর তার পরেই এই সিদ্ধান্তকে অনেকটাই তাতপর্যপূর্ণ বলে মনে করছে । ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইট করে এই বিষয় সম্পর্কে জানানো হয়, আজ ইংল্যান্ড ও ভারতের কমবয়সী পেশাদার প্রকল্পকে ছাড় দেওয়া হল।

১৮-৩০ বছরের মধ্যে থাকা ৩ হাজার পেশাদার ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া হবে , তারা ইংল্যান্ডে এসে দু বছর পর্যন্ত থাকতে পারবেন ও কাজ করতে পারবেন। অনেকেই বলছে এই ঘোষণার কয়েকঘন্টা আগেই বালিতে জি-২০ সম্মেলনের ১৭ তম সংস্করণে ঋষি সুনক মুখোমুখি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে।

আরো পড়ুন: ই’চ্ছে ছিল এয়ার হোস্টেস হওয়ার, একসময় অনিল কাপুর-সলমনের না’য়ি’কা নম্রতা এখন কি করেন?

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ তার। এই ছাড়পত্রে কমবয়সী পেশাদার যুবকদের কাজ করার সুযোগ হবে ইংল্যান্ডে। এর দ্বারা ব্রিটেন ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে। তরুন পেশাদারদের কাজের ক্ষেত্র আরও বেশি প্রসারিত হবে।