Home ভিডিও এক ভারতীয় তৈ’রি করলেন ৩৭ কেজি ওজনের বল পেন, আ’বা’র লেখাও যাচ্ছে,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ভারতীয় তৈ’রি করলেন ৩৭ কেজি ওজনের বল পেন, আ’বা’র লেখাও যাচ্ছে, ভাইরাল ভিডিও

এখনও পর্যন্ত কত ভারী পেন দেখেছেন? কলমের ইতিহাস আমরা হয়ত অনেকেই জানি না। কিভাবে কল্ম তৈরী হল, কিভাবে কলম ব্যবহার করতে শিখল মানুষ? প্রথমে দোয়াতের কালি ব্যবহার করে মানুষ লিখত।

তারপর পালকের মধ্যে কালি ভরে লেখা শুরু করল মানুষ। এখনও অনেকের বাড়িতে দেখা যায় এমন কলম ব্যবহার করতে। এই সবের ব্যবহারের পর আসল নিব যুক্ত পেন।কিন্তু আসল বদল ঘটল যখন আসল বল যুক্ত পেন।

এই পেনের ব্যবহার এখন এতটাই যা বলার মতো না। বল পেনের লেখার আরাম সত্যি অনবদ্য। হাতের লেখা যেমন সুন্দর হয় তেমন ভাবে লেখাটাও খুবই সরু দেখতে হয়।

আরো পড়ুন: ২৪ ঘন্টা যে কোনো স’ম’স্যা শুনবেন সোহম চক্রবর্তী, ফোন নম্বর দিয়ে চা’লু হ’লো “দরবারে বিধায়ক”

কলমের নিবে বসানো থাকে বল, সেই বল কোনো বাধা ছাড়াই ঘুরপাক খায় কলমের আগায়। আর লেখাটাও সহজে খাতায় দেখা যায়। কিন্তু এবার সেই পেনের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ে উঠল, যা করল হায়দ্রাবাদের ব্যাক্তি।

 

View this post on Instagram

 

A post shared by News18.com (@cnnnews18)

যার পেন দেখলে অবাক হতেই হয়। এমন পেন যা একার হাতে লেখা সম্ভব না। হায়দ্রাবাদের বাসিন্দা আচার্য্য মাকুনুরি শ্রীনিভাসা এমন একটি পেন বানিয়েছে যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এই বল পেনের ওজন ৩৭ কেজি।

আরো পড়ুন: কান্নার ব’হু গুণ রয়েছে, বিশেষ করে সন্ধ্যায় কাঁ’দ’লে কি কি হয় জেনে নিন

এখন থেকে নয় ২০১১ সাল থেকে এই পেন নিয়ে তিনি গবেষণা শুরু করেছে। শেষ্পর্যন্ত পেন বানিয়ে তিনি করে ফেলেছেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পেজ থেকে।

কিন্তু এই পেন কি শুধু দেখার জন্য? তা কিন্তু নয়। এই পেন দিয়ে লেখাও যাবে সহজে। তবে হ্যা ৩৭ কেজি ওজনের পেন দিয়ে লেখতে কি ধরনের প্রচন্ড খাটনি হতে পারে তা বোঝাই যাচ্ছে।