সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরে আ’য় করেন ৮ কো’টি টা’কা, রয়েছে একাধিক গাড়ি, জেনে নিন অরিজিৎ সিংয়ের সম্পত্তির পরিমাণ

টলিউড থেকে বলিউড তাঁর গান ছাড়া সব কেমন যেন খালি খালি – বর্তমান সময়ে গান বলতেই কানে ভেসে ওঠে তাঁর কন্ঠস্বর। আসমুদ্র হিমাচল যাঁর সুরের জাদুতে মুগ্ধ, যাঁকে ছাড়া বলিউডের প্রখ্যাত সব সঙ্গীত পরিচালকদের ‘সেকেন্ড চয়েস’ নেই। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন! হ্যাঁ, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা সেই ছেলেটি অরিজিৎ সিং।

এই ছেলের চোখে যেমন মায়া, তেমনই গলায় জাদু। তিনি যেন সত্যিই গানে ভুবন ভরিয়ে দেন। গত দুদিন আগেই ছিল সেই দরদী কন্ঠস্বরের অধিকারী ব্যক্তির জন্মদিন। ২৫ এপ্রিল তিনি পা দিলেন ৩৫-এ। সুরের জাদুকরের জন্মদিনে রাত ১২টা থেকেই ফেসবুকের পেজগুলো ভরে উঠেছিল শুভেচ্ছাবার্তায়।

তবে এত জগৎজোড়া নামডাক থাকা সত্ত্বেও আজও সেই মানুষটা মাটির মানুষ। তাঁর জীবন যাপন এখনও অত্যন্ত সাদামাটা। নিজেকে কখনোই সেলেব ভাবতে পারেননা তিনি। এখন তাঁর ঠিকানা মুম্বাই এর আন্ধেরি। কিন্তু সেই বিলাসবহুল ফ্ল্যাটে নয়, বরং তিনি কখনোই নিজের শিকড় ছেড়ে বেরোতে চাননি। তাই থেকে গিয়েছেন জিয়াগঞ্জে।

আরো পড়ুন: এই রাজনৈতিক নেতাদের সন্তানরা রয়েছেন রাজনীতি থেকে শতহস্ত দূ’রে, বানিয়েছেন অন্য ফি’ল্ডে কেরিয়ার

তবে মাত্র কয়েকবছরেই অরিজিতের ব্যঙ্ক ব্যালেন্স লাফিয়ে লাফিয়ে বেড়েছে। শুরুটা হয়েছিল ফেম গুরুকুলের এক প্রতিযোগী হিসেবে। সেখান থেকে আজ তিনি বলিউডের সবোর্চ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক। তবে অরিজিতের এই জার্নিটা মোটেও সোজা ছিল না। যদিও বর্তমানে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫২ কোটি টাকার কাছাকাছি।

তবে ভাবছেন কি এই আয় শুধু প্লে ব্যাক করে?? না কখনোই না। সারা বছর জুড়ে দেশ-বিদেশে বহু শো করেন অরিজিৎ। সিনেমার গানের জন্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিৎ। তবে স্টেজ শো-এর ক্ষেত্রে অরিজিতের দর আরও বেশি। শোনা যায় মাত্র ৪৫ মিনিটের অনুষ্ঠানের জন্য প্রায় ১.৫ কোটি টাকা নেন গায়ক। শোনা যায় বছরে গায়কের আয় প্রায় ৮ কোটি টাকা।

অরিজিৎ মুম্বইতে যে ফ্ল্যাটে থাকেন তাঁর মূল্য প্রায় ৮ কোটির কাছাকাছি। এছাড়াও তাঁর বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি যেমন – Hummer, Range Rover, Mercedes – Benz ইত্যাদি রয়েছে। যাদের আনুমানিক মূল্য ১ থেকে ২ কোটি। এত বিলাসবহুল গাড়ি থাকখ সত্ত্বেও স্ত্রী কোয়েলকে নিয়ে তিনি স্কুটিতেই ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরো পড়ুন: মার্চ মাসেই রে’ক’র্ড গরম পড়েছে উত্তর-পশ্চিম ভারতে, সবার একটাই প্রশ্ন কি হ’বে মে মাসে?

তাহলে চলুন জেনে নেওয়া যাক বিগত বছরগুলিতে গায়কের আয় ঠিক কতখানি বেড়েছে।

২০২২ সালে গায়কের গড় আয় ৫২ কোটি।
২০২১ সালে গায়কের গড় আয় ৪৭ কোটি।
২০২০ সালে গড় আয় ছিল ৪২ কোটি।
২০১৯ সালে গড় আয় ছিল প্রায় ৩৫ কোটি।

সোনি চ্যানেলের রিয়্যালিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে গায়ক অরিজিতের প্রথম দর্শন পাওয়া গেলেও ভাগ্যের সিকে তখন তাঁর ছেঁড়েনি। সেই শো-জেতা হয়নি অরিজিতের। তবে স্বপ্নকে কাছ ছাড়া করেননি কখনও।