সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চ মাসেই রে’ক’র্ড গরম পড়েছে উত্তর-পশ্চিম ভারতে, সবার একটাই প্রশ্ন কি হ’বে মে মাসে?

বৈশাখ মাস পড়তে না পড়তেই সারা দেশ জুড়ে তীব্র দাবদাহে তৈরি হয়েছে। উত্তর থেকে দক্ষিণ যেন রীতিমতো পুড়ছে। গত 122 বছরে উত্তর পশ্চিম ভারতে রেকর্ড গরম পরেছে বলে জানাচ্ছেন আবহবিজ্ঞানীরা।

১২২ বছরের ইতিহাসে মার্চ মাসে এত গরম কখনো পড়েনি। এরফলে কর্মজীবন ও রোজগারের উপর দারুণ প্রভাব পড়তে চলেছে। এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকলের মনে এখন একটাই প্রশ্ন এপ্রিল মাসে যদি এমন অবস্থা হয় তাহলে মে মাসে পরিস্থিতি কোন দিকে যাবে।

সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। যারা বাইরে কাজ করতে যান তাদের পক্ষে সুস্থ ভাবে কাজ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বহু মানুষ হিটস্ট্রোকের কবলে পড়ছেন।

আরো পড়ুন: আগে থেকে জা’না থাকলে হয়তো জম্মু-কাশ্মীর ভারতে যো’গ দি’তো না: ওমর আব্দুল্লা

শিশু এবং বয়স্কদের উপর এই গরমের মারাত্মক প্রভাব পড়ছে। শ্রমিকরা এই অবস্থায় মারাত্মক চাপে পড়বে বলে আশঙ্কা করছেন সকলে। এই গরমে তাদের কাজ করার সময় অনেকটাই কমে গিয়েছে। রিক্সাওয়ালা কিংবা কৃষি কাজের সঙ্গে যুক্ত যাদের জীবিকা তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখিন।

এই গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে গিয়েছে। এর ফলে বিদ্যুতের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যুতের চাহিদা যে হারে বাড়ছে সেই তুলনায় উৎপাদন বাড়ছে না। এর ফলে বিদ্যুৎ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সকলে।