সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হা’ড্ডা’হা’ড্ডি লড়াই আদানি-আম্বানির মধ্যে! ফের এশিয়ার ধনী ব্যক্তি হলেন রিলায়েন্স কর্ণধার

বিশ্বের দশটি ধনী ব্যক্তির তালিকায় আবার নিজের জায়গা দখল করে নিলেন মুকেশ আম্বানি। এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় উঠে এলো তার নাম। বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে বিগত সাতদিন ধরে গৌতম আদানির সংস্থা লোকসানের সম্মুখীন হচ্ছে। তাই সপ্তম স্থান থেকে দশম স্থানে নেমে এসেছেন গৌতম আদানি।

এদিকে বিগত এক দিনে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ অনেকখানি বেড়েছে। 24 ঘণ্টায় 98.6 মিলিয়ন ডলার উপার্জন করেছেন তিনি। এর ফলে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 96.1 বিলিয়ন ডলার।

একইসঙ্গে তিনি এশিয়ার সেরা ধনীদের তালিকায় নবম অবস্থান দখল করে নিয়েছেন। বারবার ক্ষতির সম্মুখীন হয়ে গৌতম আদানির সম্পত্তি 2.42 বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আরো পড়ুন: মাধ্যমিকের কৃতিরা সকলেই ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়! কখনই সেনায় যোগদানের কথা বলেন না!

আগে এই সম্পত্তির মোট পরিমাণ ছিল 95.7 বিলিয়ন ডলার। এপ্রিল মাসের শেষ ভাগে ভারতীয় ধনকুবের হিসেবে আদানি ফোর্বসের তালিকায় বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে পঞ্চম স্থানে উঠে আসতে পেরেছিলেন।

Warren Buffett-কে পিছনে ফেলে পঞ্চম স্থান দখল করে নিতে পেরেছিলেন তিনি। কিন্তু শেয়ারে ক্রমাগত পতনের কারণে তার স্থান অনেকখানি নীচে নেমে গিয়েছে।

মে মাসের রিপোর্ট থেকে জানা গিয়েছে মুকেশ আম্বানি এই মুহূর্তে ভারতের সর্বসেরা ধনকুবের। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ও তৎজনিত ঘটনাপ্রবাহকে কাজে লাগিয়ে মুকেশ আম্বানির সম্পত্তি ফুলে-ফেঁপে উঠেছে।