সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্ঞানবাপী মসজিদ চ’ত্ব’রে মিললো শিবলিঙ্গ! নি’র্দি’ষ্ট এ’লা’কা সিল করার আ’দে’শ আদালতের

শিবলিঙ্গের অস্তিত্ব মিলল জ্ঞানবাপী মসজিদে। সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, সার্ভের কাজ শেষ, মসজিদে শিবলিঙ্গ মিলেছে।

কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে মসজিদ চত্বর। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ নিয়ে বহুদিন ধরে নানা তর্ক বিতর্ক চলছে।

এই নিয়ে কমিটি গড়া হয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষমেশ বেনারস কোর্ট আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার উপর সমীক্ষার দায়িত্ব দেয়।

আরো পড়ুন: ‘যৌ’না’ঙ্গ’ ছে’দ’ন করার বি’রু’দ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই তরুণী! পেলেন বিশ্বের শ্রেষ্ঠ নার্সের স্বী’কৃ’তি

সেই সমস্ত পদ্ধতিই এতদিন চলছিল। সেই পদ্ধতিরই এক পর্বে এসে এই মসজিদের চত্বরের পশ্চিম দেওয়ালের দিকে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ মেলে।

প্রসঙ্গত, গত বছর বারাণসী আদালত নির্দেশ দিয়েছিল, মন্দির এবং মসজিদ চত্বরে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফি করতে হবে। ‘স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর’-এর তরফে দায়ের করা মামালার জেরে আদালতের সেই নির্দেশ মেনে সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষাও হয়।

কিন্তু মসজিদের অন্দরের ‘পশ্চিমের দেওয়াল’ এবং ‘তহ্‌খানা’ও পুরাতত্ত্ববিদের সমীক্ষার আওতায় পড়বে কি না, রায়ে তার স্পষ্ট উল্লেখ ছিল না বলে মসজিদ কমিটির দাবি। বৃহস্পতিবার সে বিষয়ে স্পষ্ট রায় দিয়েছে আদালত।