সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনে আ’ট’কে পড়া ভারতীয়দের দেশে উ’ড়ি’য়ে এনেছেন মহাশ্বেতা, তরুণী পাইলটের ক’থা’য় মু’গ্ধ সৌরভ

বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ যেখানে সঞ্চালনার দায়িত্বে থাকেন স্বয়ং দাদা অর্থাৎ ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই মঞ্চের দৌলতেই বাংলার মানুষ অনেক প্রতিভার দর্শন পায়। প্রত্যেক সপ্তাহের শেষের দুই দিন শনিবার ও রবিবার সৌরভ গাঙ্গুলী আসেন টেলিভিশনের পর্দায় দাদাগিরির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করতে।

প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু চমক থাকে দাদাগিরিতে। আর এই সপ্তাহের বিশেষ আকর্ষণ রবিবারের পর্ব। কারণ এই পর্বে দাদার সাথে নিজের ‘দাদাগিরি’র গল্প ভাগ করে নিতে আসছেন বাঙালি পাইলট মহাশ্বেতা চক্রবর্তী। তার গল্পের বিষয়বস্তুও বেশ অবাক করা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তার গা ছমছমে অভিজ্ঞতার কথাই শোনাতে আসছেন পাইলট মহাশ্বেতা।

সকলেরই জানা, এই মুহুর্তে রাশিয়ার ভয়াল আক্রমণে ইউক্রেন জর্জরিত। দিন দিন রাশিয়ার অভিযান ক্রমেই জোরালো হচ্ছে। ছোট্ট দেশ ইউক্রেন কোনোভাবেই এঁটে উঠতে পারছে না রুশ শক্তির কাছে। আর এহেন যুদ্ধ পরিস্থিতিতে সকলেই নিজের প্রাণ বাঁচাতে তৎপর হয়ে উঠেছে। ইউক্রেনে অনেক ভারতীয়দের বাস।

আরো পড়ুন: কে অনুব্রত? চিনতেই পা’র’লে’ন না তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

এহেন পরিস্থিতিতে ভয়ে কাঁটা ভারতবাসীরা। তারা যথাসাধ্য করছেন নিজের দেশে ফেরবার। ঠিক এই পরিস্থিতিতেই তাদের উদ্ধার করতে এগিয়ে গিয়েছিলেন বছর ২৪-এর মহিলা পাইলট মহাশ্বেতা৷ মহাশ্বেতা চক্রবর্তী কলকাতার বাসিন্দা। বয়স ২৪ হলেও নিজের সাহসী কাজের দরুন সমস্ত ভারতীয়দের কাছে খুবই পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

আর এদিন দাদাগিরির মঞ্চে নিজের মুখেই তার সাহসিকতার নজির তুলে ধরলেন তিনি৷ প্রথমে ৪ বছর প্রাইভেট এয়ারলাইনে কাজ করেছেন তিনি। এরপর তাকে অপারেশন গঙ্গায় পাঠানো হয়। অপারেশন গঙ্গায় তাকে পাঠানোর জন্য কথা শুনেই তিনি মনস্থির করে নিয়েছিলেন যে একজন ভারতীয় হয়ে আরেকজন ভারতীয়কে সাহায্য তিনি করবেনই অর্থাৎ তিনি ইউক্রেনে উদ্ধারকার্যে যাবেন। আর ওই মুহুর্তে ওটাই তার একমাত্র কর্তব্য ছিল। সেই কর্তব্য পালনও করেছেন মহাশ্বেতা।