সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রের ওপর দিয়ে চ’লে বাস, দক্ষিণ ভারতের শে’ষ মাথায় এই শহর আজও আমাদের কা’ছে র’হ’স্য

শহরটি একসময় ভীষণ জাঁকজমক ছিল কিন্তু বর্তমানে সেটা যেন এক ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। কথা হচ্ছে ভারতের সীমান্তের একটি শহরের নাম ধনুশকোডির। এই শহরটি শ্রীলংকার একদম শেষ সীমান্তে। বর্তমানে এই শহরটিতে একটি জনপ্রানিও বাস করে না।

সমুদ্রের ওপরে বাস চলাচল, ভারতের অদ্ভূতুড়ে জায়গা ধনুশকোডি

এই শহরটিতে মানুষজন না থাকার কারণ হলো একটি সাইক্লোন। ১৯৬৪ সালে হয়েছিল এবং তার পর থেকেই এই এলাকায় লোকজন নেই বললেই হয়।

नीले समंदर के बीच जैसे रखा हो कोई गिटार! भारत के इस अंतिम छोर की खूबसूरती  देख खुली रह जाती हैं आंखें | Dhanushkodi the last land of india is one of

শ্রীলংকা থেকে এই শহরটি দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার কিন্তু এই শহরটির সৌন্দর্য এতটাই আকর্ষণীয় যে পর্যটকেরা বারে বারে ঐ শহরে ছুটে যান।

The Complete Guide to Dhanushkodi in Tamil Nadu

এই শহরটির বিশেষ আকর্ষণীয় ব্যাপার হলো সমুদ্রের উপর দিয়ে বাস চলাচল। ব্যাপারটা অদ্ভুত মনে হলেও বাস্তবে এটাই ঘটে এবং এই দৃশ্যের সাক্ষী রয়েছেন অনেক পর্যটন। তামিলনাড়ুর এই গ্রামটি শ্রীলংকার তালাইমান্নার এবং পম্বম সেতুর মাধ্যমে ভারতের ভূখণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

The Haunting Real-life Story of a Ghost Town Called Dhanushkodi

এই শহরটির সমুদ্রের আকর্ষণীয় দৃশ্য যে কারোর মনে কেড়ে নেবে। দক্ষিণ সীমান্তের এই শহরটিতে বসে আপনি চাইলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য খুব ভালো মতো উপভোগ করতে পারবেন। কিন্তু এই এলাকাটি সন্ধ্যার পর এক অন্যরূপ নেয়, সেই জন্যেই সন্ধ্যার পর খুব একটা লোক এখানে চলাচল করেনা।