সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে কি যৌ’ন মি’ল’ন আ’দৌ স’ম্ভ’ব? কি বললেন বিজ্ঞানীরা

মহাকাশ নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। মহাকাশে কী হয়? মহাকাশচারীরা সেখানে কীভাবে থাকেন? সেখানে কী কী করা যায়, কী করা যায় না? এই সমস্ত প্রশ্ন বারবার উঁকি মারে সাধারণ মানুষের মনে। স্বাভাবিক ভাবেই আমরা যে জিনিস চোখের সামনে দেখতে পাই না সেই নিয়েই আমাদের কৌতূহল তৈরী হয়। তাই মহাকাশ নিয়ে অতিরিক্ত কৌতূহল ভুল কিছু না। আর তেমনই একটা খুব সাধারণ প্রশ্ন হল, ‘মহাকাশে কি যৌ’ন’তা সম্ভব?’ হ্যাঁ শুনতে প্রশ্নটা কানে লাগলেও বিষয়টির কিন্তু গুরুত্ব আছে, আর তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। এই সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা।

ফ্রান্সের লেখক তথা বিজ্ঞানী Pierre Kohler। ‘The Final Mission: Mir, the Human Adventure’ বইতে মহাকাশে যৌ’ন মিলনের বিষয়ে মুখ খুলেছেন তিনি। এ প্রসঙ্গে Pierre Kohler দাবি, মহাকাশে যৌ’ন’তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। International Space Station(ISS)-এ যৌ’ন’তা’য় লিপ্ত হওয়া যায় কি না, তা নিয়ে বহু গবেষণাও চলছে। এমনকী নাসা (NASA) এই বিষয়ে একটি গোপন পরীক্ষা চালাচ্ছে বলে খবর। যার কোড নাম STS-XX। মাধ্যাকর্ষণ শক্তি শূন্য এমন স্থানে যৌ’ন’তা কতটা সম্ভব, তা নিয়েও গবেষণা চলছে। শুধু তাই নয়, Kohler আরও জানান, মাধ্যাকর্ষণ শক্তি শূন্য এমন কোনো স্থানে কোন পজিশনে যৌ’ন’তা সম্ভব তা নিয়েও নাকি গবেষণা করছেন বিজ্ঞানীরা। এরজন্য তাঁরা প্রযুক্তির সাহায্য নিচ্ছেন।

যদিও Pierre Kohler-এর এসমস্ত দাবি উড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। এমনকী রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থাও তাঁর দাবি উড়িয়েছে। Biomedical Problems Institute-এর ডেপুটি হেড Valery Bogomolov জানান, মহাকাশে যৌ’ন মিলন অত্যন্ত ঝামেলার বিষয়। বিশেষ করে পুরুষদের জন্য। কারণ মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকায় সেখানে লি’ঙ্গো’ত্থা’নে অসুবিধা হয়।