সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে স’স্তা’র ওয়ান প্লাস ফো’ন ল’ঞ্চ হ’লো ভারতে, দেখে নিন দা’ম ও ফি’চা’র্স

ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল OnePlus Nord CE 5G! এখনো পর্যন্ত ফাইভ-জি স্মার্টফোনের বাজারে সব থেকে সস্তার স্মার্টফোন নিয়ে এলো ওয়ান প্লাস। বৃহস্পতিবার, অর্থাৎ 10ই জুন ভারতে Summer Launch Event-এ এই সস্তার স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে বলে জানা যাচ্ছে। 7.9mm থিকনেসের এই স্মার্টফোনের তিনটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা, 24,999 টাকা এবং 27,999 টাকা।

6GB RAM ও 128GB স্টোরেজের বেস মডেলের দাম ভারতে 22,999 টাকা ধার্য করা হয়েছে এবং 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা ধার্য করা হয়েছে। 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম রাখা হয়েছে 27,999 টাকা। ব্লু ভয়েড, চারকোল ইঙ্ক এবং সিলভার রে, এই তিনটি কালার অপশন রয়েছে গ্রাহকের জন্য।

64MP প্রাইমারি ক্যামেরা, 16MP সেলফি ক্যাম, Qualcomm Snapdragon 750G প্রসেসর এবং 4,500mAh ব্যাটারি এই মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 16ই জুন থেকে ভারতে এই স্মার্টফোনের ওপেন সেল শুরু হবে। Red Cable ইউজারেরা শুক্রবার অর্থাৎ 11ই জুন থেকেই OnePlus Nord CE 5G প্রি-অর্ডার করতে পারবেন বলে জানানো হয়েছে।

OnePlus.in এবং Amazon India ওয়েবসাইট থেকে গ্রাহকেরা এই ফোনটি কিনতে পারেন। HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে যারা ফোনটি কিনবেন তারা ইনস্ট্যান্ট 2000 টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন। 1080X2400 পিক্সেলসের রেজোলিউশন, Qualcomm Snapdragon 750G প্রসেসর , 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে এই স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ফিচারস।