সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর পুজো শেষ, জানুন আগামী বছর কোন তারিখে শু’রু হচ্ছে দুর্গাপুজো, জানুন নি’র্ঘ’ন্ট

আজ বিজয়া দশমী। দশমীতে মাকে বিসর্জন দিতে কেঁদে ওঠে বাঙালির হৃদয়। শুরু হবে আবার এক বছরের প্রতীক্ষা। পুজো আসছে, এটাই যেন আনন্দের। পূজা শুরু হয়ে গেলে শেষ হতে কতক্ষন? তাই চোখের জলে আজ মাকে বিদায় জানাবে সারা বাংলা।একইসঙ্গে শুরু হয়ে যাবে আরও এক বছরের প্রতীক্ষা। স্বভাবতই ক্যালেন্ডারে পরের বছরের পুজোর দিনক্ষণ জানার জন্য উদগ্রীব বাঙালি।

যদিও পরের বছর পুজোর দিনক্ষন দেখলে কিন্তু স্বাভাবিকভাবেই একটু মন খারাপ হয়ে যেতে বাধ্য। কারণ পুজোর ছুটি বরবাদ করে দিতে পারে সাপ্তাহিক ছুটি। আগামী বছর 2 রা অক্টোবর দূর্গা পূজার সপ্তমীর দিন পড়েছে। ওই দিন রবিবার। কাজেই বাঙালির একটি ছুটির দিন নষ্ট হলো। আবার ঐ একই দিনে গান্ধী জয়ন্তীও পড়েছে। তাই বলতে গেলে একসঙ্গে তিন তিনটে ছুটি নষ্ট হচ্ছে।

অষ্টমী, নবমী, দশমী, সোম, মঙ্গল এবং বুধবারে পড়েছে। এদিকে লক্ষ্মীপুজোর ছুটিটাও মার খাবে আগামী বছর। কারণ লক্ষ্মী পুজো পড়েছে রবিবারে, 9ই অক্টোবর। যদিও পরের বছর কালিপুজোর আনন্দটা কিন্তু মাটি হবে না। কারণ কালীপূজা পড়েছে সোমবারে, 24 শে অক্টোবর। তাই রবি, সোম একসঙ্গে দুদিন ছুটি পেয়ে যাবেন।

তারপর আবার পরের দিন এই দীপাবলি। কাজেই দীপাবলিতে ছুটি না থাকলেও উৎসবের আমেজ তো থাকবেই। তাই পরের বছর উৎসবের ছুটিতে টান থাকলেও সেভাবেই উৎসবে মেতে উঠতে হবে বাঙালিকে।