সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি বিয়ার Lover? ভারতের বা’জা’রে এলো Tuborg White, সম্পূর্ণ গম থে’কে তৈরি

অনেকেই পানীয় হিসেবে বিয়ার পছন্দ করেন। ভারতের বাজারে নতুন স্বাদের বিয়ার আনতে চলেছে দানিশ বিয়ার প্রস্তুতকারী সংস্থা কার্লসবার্গ। জনপ্রিয় টিউবর্গ সিরিজের নয়া সংযোজন হিসাবে এই প্রথম ভারতে টিউবর্গ হোয়াইট বিয়ার আনল সংস্থাটি। ডেনমার্কে প্রস্তুত এই বিয়ারকে ভারতের সুরাপ্রেমী বাজারের কাছে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন কার্লসবার্গ কর্তারা।

বিয়ারটি সম্পূর্ণ গম থেকে তৈরি। গম গাঁজিয়ে তৈরি এই বিয়ার। এই মুহুর্তে টিউবর্গ হোয়াইট পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের বাজারে। খুব শীঘ্রই ভারতের বিভিন্ন প্রান্তেই পাওয়া যাবে এই বিয়ারটি। সংস্থার তরফের খবর, টিউবর্গ সিরিজের বিয়ারগুলির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম দামে বিক্রি হবে টিউবর্গ হোয়াইট। ৫০০ মিলি ক্যানের দাম ১৭০ টাকা ও ৩৩০ মিলি বোতলের দাম ১৪০ টাকা।

জনপ্রিয় বিয়ার প্রস্তুতকারী সংস্থা কার্লসবার্গের এদেশে Carlsberg Smooth, Carlsberg Elephant, Tuborg Green, Tuborg Strong এবং Tuborg Classic পাওয়া যায়। ডেনমার্কের পাশাপাশি ভারতের হিমাচল প্রদেশেও Carlsberg India-র কারখানা রয়েছে। পরবর্তীতে সেখানেও নতুন এই বিয়ার তৈরি করা হবে- এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত দশ বছরে ভারতের বাজারে এই বিয়ার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি দেশের সবচেয়ে বড় বিয়ার প্রস্তুতকারক সংস্থা Kingfisher-ও নতুন ধরনের এই বিয়ার প্রস্তুত শুরু করেছে। ইতিমধ্যেই Bira, White Own, Simba-র মতো সংস্থাগুলি নতুন ধরনের এই বিয়ার বাজারে হাজির করেছে। এবার কার্লসবার্গও একইরকম পথ অবলম্বন করল।