সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জমি দিন রেলে চাকরি নি’ন, লালু-রাবড়ির না’মে চার্জ’শি’ট দা’খি’ল করলো CBI

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ফের প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব সহ তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং আরও 14 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল। রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করে জমি জব্দ করার অভিযোগে চার্জশিট দাখিল করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

সম্প্রতি একটি বিশেষ সিবিআই আদালতে দাখিল করা চার্জশিটে লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী এবং রেলওয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ, লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময় অভিযুক্তরা অনেককে রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দিয়েছিলেন । বিনিময়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিলেন । সিবিআই 23 সেপ্টেম্বর, 2021-এ প্রাথমিক তদন্ত শুরু করে ৷

আরো পড়ুন: বিশ্ববাজারে চড়চড়িয়ে দা’ম বা’ড়’ছে জ্বালানির, পেট্রোল-ডিজেল কি আ’রো মহার্ঘ্য হ’বে?

এই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দাবি করেন, পটনায় প্রায় 1.05 লক্ষ বর্গফুট পরিমাপের জমি লালুপ্রসাদের পরিবারের সদস্যরা অধিগ্রহণ করেছিলেন।