সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্ববাজারে চড়চড়িয়ে দা’ম বা’ড়’ছে জ্বালানির, পেট্রোল-ডিজেল কি আ’রো মহার্ঘ্য হ’বে?

পেট্রোল ডিজেল নিয়ে চিন্তা বেড়েই চলেছে দিনের পর দিন। কোনো ভাবেই পেট্রোল ডিজেলের দাম কমছে না আন্তর্জাতিক বাজারে। অপোরিশোধিত তেলের দাম এবার ফের বৃদ্ধি পাচ্ছে, আর যার কারণেই আমজনতার কপালে এবার চিন্তার ভাজ। মাত্র ১ সপ্তাহের মধ্যে অপোরিশোধিত তেলের দাম ১০ ডলার বৃদ্ধি পেয়ে ৯৮ ডলার হয়েছে প্রতি ব্যারেল হিসেবে।

যেটা গত সপ্তাহে ৮৭ ডলার ছিল। আমরা সবাই জানি আন্তর্জাতিক বাজারে অপোরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে সেটার প্রভাব দেশেও পরবে। এমনিতেই দেশে এখন মুদ্রাস্ফীতি, তার মধ্যে যদি জ্বালানির দাম এই ভাবে ফের বৃদ্ধি পায় তাহলে জিনিস পত্রের দাম আবার আকাশ ছোয়া হবে।

যার কারণে দেশের মানুষজনের খুবই সমস্যার মুখোমুখী পরতে হবে। দেশীয় তেল সংস্থা গুলো দৈনিক তেলের দাম পরিবর্তন করে থাকে। সেই হিসেবে দেশের বিভিন্ন শহরে বিভিন্ন দাম রয়েছে পেট্রোল ডিজেলের। কলকাতায় জ্বালানির দামের পরিবর্তন ঘটে নি। পেট্রোলের দাম ১০৩.০৩ টাকা, ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

আরো পড়ুন: ভারতীয় সমাজ থেকে জাতি’ভে’দ ও বর্ণ’ভে’দ প্রথাকে ছুঁ’ড়ে ফে’লা দরকার: মোহন ভাগবত

দিল্লিতে দেখা যাচ্ছে অন্য শহর গুলোর তুলনায় পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কম পেট্রোল ৯৬.৭২ টাকা ও ডিজেল ৮৯.৬২ টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম রয়েছে ১০৬.৩১ টাকা ও ডিজেলের দাম রয়েছে ৯৪.২৭ টাকা।।