সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় সমাজ থেকে জাতি’ভে’দ ও বর্ণ’ভে’দ প্রথাকে ছুঁ’ড়ে ফে’লা দরকার: মোহন ভাগবত

আর এস এস প্রধান মোহন ভাগবত ধরেই সংবাদ শিরোনামে। মোহন ভাগবতই এবার বলছে বিদ্বেষ্মুক্ত সমাজ গড়ে তোলার কথা। জাতি, বর্ন, ধর্ম ভারতীয় সমাজ থেকে ছুড়ে ফেলে দেওয়া উচিৎ। এমন কোনো প্রথা দেশে থাকাই উচিৎ না, যেটা মানুষের মনকে ভাগ করে, জাতিগত বিভেদ সৃষ্টি করে।

গতকাল শুক্রবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে তিনি এমন কথাই বলেন। তিনি স্পষ্ট দাবি করেন, হিন্দু ধর্মে ছিলনা কোনো জাতিভেদ প্রথা। এটা আমাদের পূর্ব পুরুষ দের ভুল। এটা আমাদের ঠিক করতে হবে। এই ভুল স্বীকার করতে আমাদের কোনো কুন্ঠা বোধ হওয়া উচিৎ নয়। অতীতের ভুল মেনে নেওয়া আমাদের উচিৎ, এতে লজ্জার কোনো কারণ নেই।

ভুল থেকেই আমরা শিখতে পারব, আমাদের এই ভুলটাকে মেনে নেওয়া কখনই লজ্জার বিষয় নয়। কারণ আমাদের পূর্ব পুরুষেরা কিছু না কিছু ভুল করেছে। সেটা আমাদের স্বীকার করে এগিয়ে যেতে হবে। আর এস এস বিশ্বজনীন হিন্দুত্বে বিশ্বাস করে থাকে,  মোহন ভাগবত এই নিয়ে অনেক কয়েকবার অনেক কথাই বলেছেন।

আরো পড়ুন: দেশের নি’জ’স্ব ডিজিটাল মুদ্রার না’ম “e₹”, কবে ল’ঞ্চ হবে?

তবে তিনি সেই অনুষ্ঠানে আরও বলেছেন, যদি আপনাকে কেউ বর্ণবাদ জাতিবাদের কথা বলে, তাহলে আপনি বলে দেবেন সেসব এখন অতীত। সামাজিক সাম্য ভারতীয় সমাজজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এটাকে বহুযুগ ধরে উপেক্ষা করা হয়েছে। তাই সমাজের মধ্যে যেসব নীতি ফাটল সৃষ্টি করে তাদেরকে নর্দমায় ভাসিয়ে দেওয়া উচিৎ।