সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখনই ছাদে যা’ন, অবাক হতে বা’ধ্য

শনিবার সন্ধ্যায় বৃহস্পতি শুক্র এবং শনি গ্রহ আর তার সঙ্গে চাঁদ মিলেমিশে এক অদ্ভুত দৃশ্য দেখা যাবে মহাকাশে। এদিন সন্ধ্যাতে আকাশে বাঁ দিকে থাকবে পূর্ণিমার চাঁদ, ডানদিকে বৃহস্পতি, শুক্র, শনিগ্রহ যেন অবস্থান করবে একই সূত্রে মালার মত। শনিবার থেকে টানা তিনদিন পূর্ণিমার চাঁদের আকার আকৃতি একরকম থাকবে।

এই বছরের সবথেকে দীর্ঘমেয়াদি পূর্ণিমা হতে চলেছে এটি। শনিবার সূর্যাস্তের পর থেকে সোমবার ভোর রাত পর্যন্ত আকার আকৃতিতে পূর্ণিমার চাঁদ একই রকম থাকবে। বছরের এই শেষ পূর্ণিমার নাম নাসার তরফ থেকে রাখা হয়েছে ‘আ ফুল মুন উইকেন্ড’। সপ্তাহের শেষে জোড়া পূর্ণিমা অপেক্ষা করে রয়েছে মহাকাশ প্রেমীদের জন্য।চাঁদের ডান দিকে মালায় গাঁথা অবস্থায় এই ভাবে দেখা যাবে বৃহস্পতি, শনি ও শুক্রগ্রহকে। শনিবার। ছবি- নাসার সৌজন্যে।

শনিবার থেকে টানা তিনদিন পূর্ণিমার চাঁদ নিজের আকার আকৃতি ধরে রাখলেও মঙ্গলবার থেকেই পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে চলে যাবে সবচেয়ে বেশি কৌণিক দূরত্বে অর্থাৎ প্রায় সাড়ে 23 ডিগ্রি কোণে। অর্থাৎ এরপরে উত্তর গোলার্ধে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শীতকাল।

পৃথিবীর উত্তর মেরু সূর্যের সঙ্গে এই কৌণিক অবস্থানে থাকবে আগামী বছরের 20 মার্চ পর্যন্ত। নাসার তরফ থেকে জানানো হয়েছে শনিবার আকাশের দক্ষিণ পশ্চিম দিকে উঠবে পূর্ণিমার চাঁদ। সৌরমণ্ডলের আরো তিনটি গ্রহকে এই তিনদিন চাঁদের পাশে গাঁথা মালার মতো দেখা যাবে। সবথেকে উপরে থাকবে বৃহস্পতি, মাঝখানে থাকবে শনি এবং সবচেয়ে নিচে থাকবে শুক্র।