সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্পত্তি নিজের করে নিতে আঙুলের টিপছাপ নিচ্ছেন আত্মীয়! ভিডিও প্র’কা’শ্যে আসতেই তুলকালাম!

উইল না করেই মারা গিয়েছেন এক বৃদ্ধা। এদিকে তার রয়েছে অগাধ সম্পত্তি। সেই সম্পত্তির ভাগ পেতে মরিয়া হয়ে উঠেছেন তার আত্মীয়রা। তাই জন্য সুকৌশলে ওই বৃদ্ধার আঙ্গুলের ছাপ নকল করতে দেখা গিয়েছে তাদের। ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেসে। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স এর মধ্যে বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে।

সেই মৃতদেহ নিয়ে শেষকৃত্যের পথে রওনা দেবে অ্যাম্বুলেন্স। তার আগে তার আত্মীয়রা চলে এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। কিন্তু নামেই শ্রদ্ধা সেই বৃদ্ধার সম্পত্তির দিকেই রয়েছে সবার নজর। এদিকে বৃদ্ধা কাউকে উইল করে যাননি। কিন্তু মৃতদেহের পক্ষে তো আর সই করা সম্ভব নয়।

তাই অ্যাম্বুলেন্স এর ভিতরে ঢুকে বিভিন্ন উইলের একের পর এক আঙুলের ছাপ নিতে দেখা যায় এক আত্মীয়কে। শুধু তিনি একাই নন তার পাশে রয়েছেন তার আইনজীবী। তিনি নিজে তাকে নির্দেশ দিয়েছেন এই ভাবেই সুকৌশলে সম্পত্তি হস্তগত করতে।

আরো খবর: মোদিকে চিঠি ইউক্রেন প্রেসিডেন্টের, ওষুধ ও চিকিৎসার স’র’ঞ্জা’ম পা’ঠা’নোর করুন আ’র্জি

আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মরার পর কিভাবে একজন মানুষকে এমন ভাবে ঠকানো যায় তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে। জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম কমলা দেবী তার এক নাতি জিতেন্দ্র শর্মা জানিয়েছেন।

কমলাদেবীর স্বামী বহুদিন আগেই মারা গিয়েছেন তিনি নিঃসন্তান তাই তার হঠাৎ মৃত্যুর কারণে সম্পত্তি নিতে চলে এসেছেন তার আত্মীয়রা।

তার দেওরের ছেলেরা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে আসার পথে এই কান্ড ঘটিয়েছে। ২০২১ সালে মারা গিয়েছেন বৃদ্ধা তারপর সম্প্রতি এই ভিডিও প্রকাশ্যে আসে। ঐ কীর্তিমান দেওরের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।