সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ থেকেই গাড়িতে ওঠার নি’য়’মে ব’দ’ল ঘ’ট’ছে, না মানলেই দি’তে হ’বে বি’রা’ট জরিমানা

আজ মঙ্গলবার থেকেই গাড়ি চড়ার নিয়মেও আসছে দারুণ পরিবর্তন, আরস এটা না মানা হলেই জরিমানা গুনতে হবে মোটা টাকার। এবার যারা গাড়িতে চড়বে ও যারা সিট বেল্ট পরবে না তাদের দিতে হবে জরিমানা সেটা পেছনের সিটে বসলেও। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ এই নির্দেশিকা জারি করেছে।

আজ থেকে সমস্ত চার চাকার গাড়িতে সমস্ত সিটে সিট বেল্টের ব্যবস্থা করার কথা বলেছে। যারা এই নিয়ম মানবে না তাদের গুনতে হবে মোটা টাকার জরিমানা। সাধারণত পেছনের সিটে বসে কেউ একটা সিট বেল্ট লাগায় না, কিন্তু মুম্বাই পুলিশের কড়া নিয়ম , পেছনের সিটে বসলেও লাগাতে হবে সিট বেল্ট নয়ত মোটর ভেহিকেল আইনের 194 (b) (1) ধারা অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

আসলে আমরা সবাই জানি একটি ঘটনার কথা , গত সেপ্টেম্বর মাসে টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস ও তার সঙ্গী পেছনের সিটে বসে থাকা সত্ত্বেও রাস্টাতেই মৃত্যু হয়। এতে স্পষ্ট বোঝা যায় যে পেছনে বসেও সিটবেল্ট কতটা জরুরি। তাই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আইন প্রণয়ন করা হল।

আরো পড়ুন: ভ’রা পর্যটন মরশুমে সুন্দরবনে খু’শি পর্যটকরা, দে’খা দিল দুই ছানা সহ বাঘিনী

আসলে কেন্দ্রের তরফ থেকে একটি ড্রাফট রুল তৈরী করা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। সেখানে গাড়ির সমস্ত সিট বেল্টে এলার্ম প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এবার পেছনে বসা মানুষদের সিট বেল্ট নিয়েও নতুন কিছু নিয়ম আনা হবে বলে মনে করা হচ্ছে।