সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জামাই ষষ্ঠীতে বাজার গরম! আগামী ২ দিন কেমন থাকবে আবহাওয়া?

দুই বঙ্গেই তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আগামী তিন দিন। কালবৈশাখী তো বটেই তার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার এই বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যাবে।

আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি কিছুটা কম হবে। ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরের মতন পরিস্থিতি হবে দক্ষিণবঙ্গেও। ৭০ কিলোমিটার বেগে দমকা ঝরো হাওয়া বইতে পারে। তবে শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একেবারে কমে যাবে। আর বঙ্গবাসীর জন্য একটা দারুণ সুখবর। আগামী ৩ দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে যাবে।

প্রায় ৩ থেকে ৪° ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আর সেই সঙ্গেই প্রচন্ড বেগে বাতাস বইতে পারে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি আশেপাশে। জানা গিয়েছে বিহারে একটি ঘুনাবর্ত তৈরি হয়েছে। যা বিস্তৃত রয়েছে ছত্রিশগড় পর্যন্ত। সন্ধ্যা থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এবং সমতল এলাকায়।