সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তু টিপস: বাড়ির উত্তরে মুখ করে রাখুন এই জিনিসগুলো, টা’কা ও সুখ দুটোই অ’ব্যা’হত থাকবে

বাস্তুশাস্ত্র মেনে যদি কিছু নিয়ম-নীতি মেনে চলতে পারেন তাহলে সংসারের সুখ শান্তি উপচে পড়ে। সংসারের সুখ ফিরিয়ে আনতে হলে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাড়ির উত্তর দিক খোলা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে উল্লেখ করা হয় এই বাস্তুশাস্ত্রে। এছাড়া বাড়ির শোওয়ার ঘর এবং প্রবেশদ্বার উত্তর দিকে হলে সব থেকে ভালো।

উত্তরের দেওয়ালে ফাটল ধরলে তাকে অশুভ বলে মানা হয়। বাড়ির উত্তর দিকে কোনো দেওয়াল ভেঙে গেলে পারিবারিক কলহ কিংবা বিবাদের ইঙ্গিত মেলে।

আরো পড়ুন: হাসিমারায় ওঠানামা করবে যাত্রীবাহী বিমান, আ’র্থি’ক উন্নতি হ’বে ডুয়ার্সের

উত্তর দিকে কখনো অপ্রয়োজনীয় জিনিস কিংবা ময়লা ফেলে রাখা যাবে না। চাকরির সুযোগ পেতে এবং আর্থিক উন্নতির জন্য কুবেরের মূর্তি রাখতে হবে উত্তর দিকে।

বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকে বাড়ির পূজোর স্থান এবং অতিথি কক্ষ হতে হবে। তবে উত্তর দিকে রান্না ঘর রাখা যাবে না। ঘরের উত্তর দিকে দেওয়ালে হালকা নীল রং করতে হবে। এতে অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পাওয়া যায়। উত্তর দিকে মানিপ্লান্ট রাখতে পারেন। এতেও আর্থিক পরিস্থিতির উন্নয়ন হয়।