সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’রা পর্যটন মরশুমে সুন্দরবনে খু’শি পর্যটকরা, দে’খা দিল দুই ছানা সহ বাঘিনী

সুন্দরবনে আগত পর্যটকরা সোমবার সুন্দরবনের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারির অন্তর্গত পীরখালির জঙ্গলে একটি চরের উপর দু’টি শাবক-সহ বাঘিনিকে বসে থাকতে দেখলেন। চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান অনেকেই।

এমনকি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার বেশ কিছু পর্যটক ও বন্যপ্রাণ আলোকচিত্রী যন্ত্রচালিত নৌকা ওই লঞ্চে সজনেখালি, দোবাঁকি, সুধন্যখালি এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

হঠাৎই দোবাঁকির অদূরে পীরখালির জঙ্গলের কাছে তাঁরা একটি খাঁড়ির পাশে মা-সহ দুটি ব্যাঘ্র শাবককে বসে থাকতে দেখেন। পরে অন্য একটি পর্যটক দল জোড়া বাঘ সহ এক শাবককে দেখতে পান।

আরো পড়ুন: ল’ঞ্চ হলো ভারতের নিজস্ব ডিজিটাল মু’দ্রা, পাইলট প্রজেক্ট শু’রু করলো রিজার্ভ ব্যাংক

নেটমাধ্যমে সেই ছবিও পোস্ট করেন অনেক পর্যটক। শীতের মরসুমের শুরুতেই বাঘের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকেরা। খুশি বোটের মালিক, কর্মী এবং পর্যটন সংস্থাগুলির কর্তারাও।