সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ঞ্চ হলো ভারতের নিজস্ব ডিজিটাল মু’দ্রা, পাইলট প্রজেক্ট শু’রু করলো রিজার্ভ ব্যাংক

এসে গেল ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা। কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI ১ নভেম্বর ২০২২ থেকেই ডিজিটাল মুদ্রার প্রথম পাইলট উদ্যোগ শুরু করল। এদিন থেকেই সরকারি সিকিউরিটির লেনদেনের জন্য এটি চালু করা হবে।

পাইলটের উদ্যোগের মাধ্যমে, এই প্রথম দেশের নিজস্ব, নিয়ন্ত্রিত ডিজিটাল মুদ্রার প্রচলন করা হচ্ছে। সরকারি সিকিউরিটির বাজারে এই নয়া লেনদেনের উপায় মিলবে।

মোট নয়টি ব্যাঙ্ক কে এই পাইলট উদ্যোগে অংশগ্রহণের জন্য চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচএসবিসি-কে ।

আরো পড়ুন: আ’জ’ব কা’ন্ড! এই হাসপাতালে ডাক্তারদের বদলে তা’ন্ত্রি’ক’রা রো’গী দেখেন

RBI জানিয়েছে, ডিজিটাল রুপির এই প্রথম পাইলটের দ্বিতীয় ধাপে, খুচরা সেগমেন্টে নির্দিষ্ট সংখ্যক গ্রাহক এবং মার্চেন্টদের মধ্যে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে ডিজিটাল মুদ্রার বাস্তব ক্ষেত্রে সমস্যার দিকগুলি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা।