সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লন্ডনের হাইকমিশনে খলিস্তানী তা’ন্ড’ব রুখতে ব্রিটেন ব্য’র্থ, ভা’লো করে “টাইট” দি’চ্ছে ভারত

লন্ডনে ভারতীয় হাই কমিশনের খলিস্তানি তান্ডবের জন্য ভারত বাণিজ্য চুক্তি থেকে কয়েক পা পিছিয়ে এসেছে। এমনটাই দাবি করেছিল ব্রিটেন। কিন্তু সেই দাবি যে সম্পূর্ণ অনৈতিক সেটা স্পষ্ট জানিয়ে দিল নয়া দিল্লি। ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে লন্ডনের সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে তার কোনরকম ভিত্তি নেই।

প্রসঙ্গত একটি ব্রিটিশ প্রতিবেদনে দাবি করা হয় লন্ডনে ভারতীয় হাই কমিশনে সন্ত্রাসবাদীদের তাণ্ডব রুখতে পারেনি। তাই জন্য ব্রিটেন ও ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তি তা স্থগিত হয়ে যায়। দা টাইম জানিয়েছিল, ভারত চায় আমরা শিখ চরমপন্থীদের নিন্দা করি।

আর সেই জন্য বাণিজ্য চুক্তি নিয়ে এখন আর এগোতে চাইছে না ভারত। গত ১৯শে মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে খলিস্তানি তান্ডবের বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। ইতিমধ্যে এই ঘটনাকে ব্রিটেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তোপ দেগেছে ভারত। চরম ব্যর্থতা বলে দাবি করা হয়েছিল।

আরো খবর: GPS চালিত টোল প্লা’জা এবার দেশজু’ড়ে, আগামী ৬ মাসের মধ্যেই কা’জ শুরু হ’বে: নীতিন গড়কড়ি

খলিস্থানি এবং উগ্রপন্থী নেতা অমৃত পাল সিং এবং তার সহযোগিতায় ধরতে এক অভিযান চালিয়েছিল ভারত তার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় শিখেরা। এমনকি ভারতের জাতীয় পতাকার ছুড়ে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেছিল ব্রিটেন।

ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। আর সেই ঘটনার কারণেই হয়তো ব্রিটেনের প্রতি কিছুটা অসন্তুষ্ট হয়ে বাণিজ্য চুক্তি বাতিল করে দিতে চাইছে ভারত এমনটাই জানানো হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যমে। দেশের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে এই ঘটনার কোন সম্পর্ক নেই বলেই জানিয়ে দিয়েছে ভারত।